ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ভাতিজার যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:১৮, ২৩ মার্চ ২০১৭

কুষ্টিয়ায় ভাতিজার যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, চাচাকে ছুরিকাঘাতে খুন করার দায়ে রাজুকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মোঃ আলমগীর হাসান এ রায় প্রদান করেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামি রাজু ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার বাকচুয়া গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। ২০১৩ সালের ৯ এপ্রিল চাচা আলতাফ হোসেন বিশ্বাস কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হাতিয়া বাজারে আসেন পান বিক্রি করতে। এ সময় পারিবারিক কলহের জের ধরে ভাতিজা রাজু ধারালো ছুরি দিয়ে প্রকাশ্যে আলতাফ হোসেন বিশ্বাসের পেটে ও ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×