ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেপল সেবা চালুর অনুমতি পেল সোনালী ব্যাংক

প্রকাশিত: ০৪:০৮, ২১ মার্চ ২০১৭

পেপল সেবা চালুর অনুমতি পেল সোনালী ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশে পেপল সেবা চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সোনালী ব্যাংকে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে সোমবার এ অনুমোদন দেয়া হয়েছে। সোনালী ব্যাংকের রেমিটেন্স ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নওয়াব হোসেন বলেন, পেপল সেবা চালুর জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছি। এখন পেপলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এরপর দেশে শীঘ্রই এ সেবা চালু করা হবে। তিনি জানান, ইতোমধ্যে পেপলের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এখন সফটওয়্যারের উন্নয়ন এবং সমন্বয়ের জন্য পেপলের সঙ্গে কাজ করা হবে। এর জন্য আমরা অনেক বেশি সময় নষ্ট করবো না। দেশবাসী খুব শীঘ্রই সুসংবাদ পাবেন। পেপলের সাহায্যে ইলেক্ট্রনিক ডিভাইসের সাহায্যে বিশ্বব্যাপী ফান্ড ও রেমিটেন্স ট্রান্সফার করতে পারবেন এর সেবা গ্রহীতারা। ব্যবসায়িক কার্যক্রমেও কোন ধরনের দুর্ভোগ পোহাতে হবে না। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন, ক্যালিফোর্নিয়াতে পেপলের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করা হয়েছে। বাংলাদেশে তাদের সেবা চালুর জন্য সরকারের নীতি এবং নিয়ন্ত্রক সংস্থার অবস্থান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। চাহিদার অর্ধেক দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য আমদানি করতে হয় অর্থনৈতিক রিপোর্টার ॥ ভবিষ্যত প্রজন্মের পুষ্টি চাহিদা পূরণের অত্যাবশ্যকীয় উপাদান দুগ্ধ ও দুগ্ধজাত সামগ্রী। অথচ এসব পণ্যের মোট চাহিদার অর্ধেকেরও বেশি আমদানি করতে হয়। প্রয়োজনীয় নীতি-সহায়তা দিয়ে এ শিল্পকে বিকশিত হওয়ার সুযোগ দিলে, ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আমিষের চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকেই পূরণ করা সম্ভব বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। অবশ্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে, দুগ্ধ খাতকে উচ্চ অগ্রাধিকারমূলক খাতের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু।
×