ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএসপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৪:৪১, ২০ মার্চ ২০১৭

এএসপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, বাউফল ১৯ মার্চ ॥ দৈনিক জনকণ্ঠে ‘বাউফলে ওসির রুমে নির্যাতন’ শিরোনামে প্রকাশিত রিপোর্টের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। পুলিশের আইজি রবিবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর আদালতে এ প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে হাফিজুর রহমান বিজয়কে (২২) বাউফল সার্কেলের এএসপি মোঃ সাইফুল ইসলামের নির্যাতনের ঘটনা সত্য বলে উল্লেখ করা হয়েছে। আদালত একই দিন বিজয়ের মা জোসনা বেগমের দায়ের করা রিট আবেদনের চূড়ান্ত আদেশে নির্যাতনের ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় সার্কেল এএসপি মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইজিপিকে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি একটি মামলায় বাউফল থানার পুলিশ হাফিজুর রহমান বিজয়কে গ্রেফতার করে। ওইদিন রাতে এএসপি মোঃ সাইফুল ইসলাম আসামি বিজয়কে থানা হাজত থেকে ওসির রুমে নিয়ে শারীরিক নির্যাতন করেন। এ ঘটনা গত ১৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়। ওই পত্রিকার কপি দিয়ে গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টে একটি রিট করলে, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয় গঠিত বেঞ্চ এএসপি মোঃ সাইফুল ইসলাম ও বাউফল থানার ওসি আযম খান ফারুকীকে ২৭ ফেব্রুয়ারি সশরীরে তলব করেন।
×