ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে যুদ্ধ ফেরত আড়াই হাজার সেনা গ্রেফতার

প্রকাশিত: ০৩:২৪, ২০ মার্চ ২০১৭

ব্রিটেনে যুদ্ধ ফেরত আড়াই হাজার সেনা গ্রেফতার

ব্রিটেনে গত বছর যুদ্ধ ফেরত প্রায় দুই হাজার ছয়শ’ সেনাকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে অংশ নেয়ার জন্য ব্রিটিশ এসব সেনা আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যুদ্ধ ফেরত এসব সেনা যৌন অপরাধসহ নানা অপরাধমূলক তৎপরতায় জড়িয়ে পড়ার পর তাদের আটক করা হয়। খবর ওয়েবসাইটের। ব্রিটিশ আইন মন্ত্রণালয়ের দেয়া তথ্যে আরও বলা হয়েছে, দেশটির মোট কারাবন্দীর চার থেকে পাঁচ শতাংশই যুদ্ধ ফেরত সেনা। এতে আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের অংশ নেয়া ব্রিটিশ সেনাদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি দেশটিতে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
×