ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশকোনায় হামলার পর র‌্যাবের হাতে আটক যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৭:৪০, ১৯ মার্চ ২০১৭

আশকোনায় হামলার পর র‌্যাবের হাতে আটক যুবকের মৃত্যু

বিডিনিউজ ॥ শুক্রবার আশকোনায় নির্মীয়মান র‌্যাব সদর দফতরে এক যুবকের আত্মঘাতী হওয়ার পর আটক আরেক যুবকের হাসপাতালে মৃত্যু হয়েছে। শুক্রবার এক যুবক আত্মঘাতী হওয়ার পর আরেক যুবককে গ্রেফতার করেছিল র‌্যাব। শুক্রবার হামলার পর কাউকে আটকের কথা জানানো হয়নি। শনিবার ঢাকা মেডিক্যালের মর্গে লাশ আসার পর বিষয়টি প্রকাশ পায়। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে আশকোনা এলাকা থেকেই ওই যুবককে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পরপরই সে অসুস্থ হয়ে পড়ে। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তার মৃত্যু হয়। এরপর লাশ ওই হাসপাতালেই ছিল। প্রায় ২২ ঘণ্টা পর শনিবার বিকেলে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। ঢাকা মেডিক্যালে সন্ধ্যার আগেই লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এখন তা মর্গে মরচুয়ারিতে রয়েছে। ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণ করা হয়েছে। মৃত ব্যক্তির নাম আবু হানিফ মৃধা (৩২) বাড়ি বরগুনার আমড়াগাছিয়া বলে প্রাথমিকভাবে জেনেছেন র‌্যাব কর্মকর্তারা। র‌্যাব মুখপাত্র মুফতি মাহমুদ বলেন, আবু হানিফের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।
×