ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রেনের মালিক কৃষক

প্রকাশিত: ০৫:৩১, ১৯ মার্চ ২০১৭

ট্রেনের মালিক কৃষক

ভারতের পাঞ্জাবে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে জমি অধিগ্রহণ নিয়ে বিরোধ বাঁধে লুধিয়ানার এক কৃষকের। রেলওয়ে লুধিয়ানা-চন্ডিগড় ট্রেন লাইন নির্মাণের জন্য ওই কৃষকের জমি নিয়েছিল। কিন্তু যথাযথ ক্ষতিপূরণ দেয়নি জমির মালিক সম্পূরানকে। তিনি আদালতে মামলা করেন। আদালতের আদেশের পরও রেলওয়ে অর্থ দিচ্ছিল না। এরপর সম্পূরান আরও একটি মামলা করেন। শুক্রবার এক রায়ে আদালত বলেছে, যে ট্রেনের জন্য লাইন বসানো হয়েছে ক্ষতিপূরণ হিসেবে ওই কৃষককে সেই ট্রেন দিতে হবে। বিচারক জশপাল ভার্মা নির্দেশ দেন, স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনের মালিক এখন সম্পূরান। এ রায়ের পর সম্পূরান সিংহ এখন কার্যত এই ট্রেনটির মালিক। স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি অমৃতসর ও দিল্লীর মধ্যে চলাচল করে। শুধু স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসই নয়, লুধিয়ানার স্টেশন মাস্টারের অফিসকেও ক্ষতিপূরণের সম্পত্তি হিসেবে এ্যাটাচ করা হয়েছে। সম্পূরান সিংহকে মালিকানা দিতে আদালতের ওই নির্দেশনামা রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষে সাঁটানো হয়েছে। ট্রেনটি লুধিয়ানায় ঢোকার প্রায় এক ঘণ্টা আগেই সম্পূরান তার আইনজীবী ও আদালতের প্রতিনিধিকে নিয়ে সেখানে হাজির হন। আদেশনামা চালকের হাতে তুলে দেয়ার পর আনুষ্ঠানিকভাবে আদালতের প্রতিনিধির হাতে ট্রেনটি তুলে দেয়া হয়। সম্পূরান বলেন, ট্রেনটিকে বেশিক্ষণ থামানো হয়নি। কারণ তা হলে বহু যাত্রীকে অসুবিধায় পড়তে হতো। কিন্তু ট্রেনের মালিক সম্পূরান কী করবেন ওই ট্রেন দিয়ে। তবে এবার তিনি ক্ষতিপূরণের টাকা পাবেন বলে আশাবাদী। রেলওয়ের বিভাগীয় এক ব্যবস্থাপক বলেছেন, এ ধরনের নির্দেশ সব সময়ই আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। যা করার আইন মোতাবেক করা হবে। অতীতেও পাওনা জটিলতা নিয়ে আদালত বেশকয়েকবার ক্ষুব্ধ কৃষকদের ট্রেনের মালিকানা দিয়েছে। -এনডিটিভি
×