ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছবির ফ্রেমের মতো টিভি আনছে স্যামসাং

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ মার্চ ২০১৭

ছবির ফ্রেমের মতো টিভি আনছে স্যামসাং

টেলিভিশনের ডিজাইনে প্রতিনিয়ত পরিবর্তন আনছেন বিজ্ঞানীরা। এ যন্ত্রকে যত বেশি ঘরের সঙ্গে মানিয়ে নেয়া সম্ভব তা করা হচ্ছে। দিন দিন এর রং গাঢ় ও মসৃণ করে তোলা হচ্ছে। গত মঙ্গলবার স্যামসাং ঘোষণা করেছে যে তারা কাঠের ফ্রেমে মোড়ানো টেলিভিশন সেট নিয়ে আসছেন। যা দেখতে হবে ছবির ফ্রেমের মতো। আপনি যখন টিভির আর্ট মোড চালু করবেন তখন সেখানে চিত্র দেখানো হবে। যখন আপনি টিভি দেখবেন না তখন টিভিতে বিরক্তিকর কালো পর্দা না দেখে বৈচিত্র্যময় চিত্র দেখতে পারবেন। স্যামসাং এই টিভিকে এমনভাবে তৈরি করছে যে এটি দেয়ালে অন্য ছবির সঙ্গে সুন্দর করে ঝুলে থাকতে পারবে। আপনি চাইলে আপনার টিভির কাঠের ফ্রেম আপনার ঘরের সাজের সঙ্গে মিলিয়ে পরিবর্তন করতে পারবেন। এই বসন্তেই বাজারে টিভি নিয়ে আসছে তারা। এর দাম এখনও ঘোষণা করা হয়নি। আশা করা যাচ্ছে এই টিভির পর্দা বাজারের অন্যসব টিভির পর্দা থেকে উন্নত হবে। সূত্র ॥ বিজনেস ইনসাইডার
×