ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার সম্পদ ছাই

প্রকাশিত: ০৪:৪৩, ১৭ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার সম্পদ ছাই

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি অগ্নিকা-ে শহরের গলাচিপা রেললাইন এলাকায় বস্তিতে আগুনে গেছে দুটি প্রিন্টিং কারখানা, দুটি ঝুটের গুদামসহ ৬ বসতঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। অপরদিকে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় দুটি ঝুটের গুদাম ও একটি বসতঘরে আগুন লাগে। ৩টি ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে আনুমানিক ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গলাচিপা রেললাইন বস্তি এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে টিনের তৈরি দুটি প্রিন্টিং কারখানা, দুটি ঝুটের গুদামসহ ৬টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে এক মানসিক প্রতিবন্ধীর ছুড়ে দেয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৪-৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এদিকে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় বুধবার রাতে ২টি ঝুটের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, আগুনে সুইটি এন্টাপ্রাইজের ৬০ ফুট বাই ৭০ ফুট আয়তনের টিনের তৈরি ঝুটের গুদামসহ ২ গুদামে আগুন লাগে। এ সময় একটি বসতঘরও পুড়ে গেছে। পটিয়া নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম থেকে জানান, অগ্নিকা-ে পটিয়া পৌর সদরের সুচক্রদ-ী গ্রামে এগারো বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকাসহ পৌনে কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সুচক্রদ-ী গ্রামের টুনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত রতন দে, সুবল দে, কার্ত্তিক দে, সুমন দে, প্রবীর দে, সুনিল দে, অনিল দে, সুধীর দে, অজিত দে, উজ্জল দে ও বাবু দত্তের পরিবার। রান্না ঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
×