ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতে দুই চালকের সাজা

প্রকাশিত: ০৯:১৫, ১৬ মার্চ ২০১৭

ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালতে দুই চালকের সাজা

স্টাফ রিপোর্টার ॥ বিশ বছরের পুরনো ও ফিটনেসবিহীন গাড়ি পরিচালনা এবং নিয়ম ভঙ্গের দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাই আদালত দুই চালককে সাজা দিয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি বাস ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। বুধবার রাজধানীর যাত্রাবাড়ী, পোস্তগোলা এবং বাবুবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে কেমিক্যাল কারখানার বিরুদ্ধে চলমান অভিযানে মোশাররফ প্যাকেজিং কারখানার মালিককে এক মাসের জেল এবং ২৫ হাজার টাকা জরিমানা করে আদালত। একইদিন সুমন প্যাকেজিং ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা এবং উত্তরা কেমিক্যাল ওয়ার্কসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকা জেলা ৎুশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য ও ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান দুটি পরিচালনা করেন।
×