ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

আব্বাস-মাস্তান জুটির নতুন ছবি মেশিন

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ মার্চ ২০১৭

আব্বাস-মাস্তান জুটির নতুন ছবি মেশিন

বলিউডে এক সময়ে এ্যাকশন থ্রিলার সিনেমার দারুণ সফল নির্মাতা হিসেবে এক নম্বর অবস্থানে ছিলেন আব্বাস-মাস্তান জুটি। ১৯৯০ সালে রাজবাব্বর, জিতেন্দ্র ও মাধবী অভিনীত ‘অগ্নিকাল’ ছবিটির মাধ্যমে তার পথচলা শুরু হয়েছিল চিত্রপরিচালক হিসেবে। গুজরাটের সুুরাটে তাদের জন্ম। সম্পর্কে তারা দুই সহোদর ভাই। তাদের আরেক ভাই হুসেইন বুরমাওয়ালা গুজরাটি এবং হিন্দী সিনেমার বিখ্যাত সম্পাদক। আব্বাস-মাস্তান শুরু থেকেই স্টাইলিশ এ্যাকশন থ্রিলার নির্মাণে চমৎকার দক্ষতার পরিচয় দিয়ে আসছে। টানটান উত্তেজনাপূর্ণ কাহিনীর পরতে পরতে থ্রিল সাসপেন্সে ঠাসা ছবিগুলোর কাস্টিং, গান, ফটোগ্রাফি, সম্পাদনা, অভিনয় মান, কারিগরি উৎকর্ষতা যে কোন সিনেমা দর্শককে খুব সহজেই আকৃষ্ট এবং আলোড়িত করে। আব্বাস-মাস্তান জুটি পরিচালিত প্রায় প্রতিটি সিনেমাই বক্স অফিসে বড় ধরনের সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ১৭ বছরে বলিউডে এ্যাকশন ঘরানার সিনেমা নির্মাণের ক্ষেত্রে আব্বাস-মাস্তান নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন। হলিউড এবং অন্যান্য দেশের সাড়া জাগানো এ্যাকশন থ্রিলার সিনেমার বলিউডি সংস্করণ নির্মাণে তাদের চমৎকার নৈপুণ্য সবার প্রশংসা অর্জন করেছে বার বার। সব মিলিয়ে বলিউড সাম্রাজ্যে আব্বাস-মাস্তান তাদের নিজস্ব একটি অবস্থান গড়ে তুলেছেন। এবার তারা আসছেন নতুন সিনেমা ‘মেশিন’ নিয়ে। রোমান্টিক এ্যাকশন ধাঁচের এ ছবিটি এক জোড়া চৌকস কার রেসার তরুণ-তরুণীর প্রেম রোমাঞ্চ, রেসিং প্রতিযোগিতাকে ঘিরে চরম নাটকীয়তা ইত্যাদিকে ঘিরে আবর্তিত হয়েছে। বলিউডে এ ধরনের কার রেসিং সিনেমা আগে দেখা যায়নি। দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা বয়ে আনছে ‘মেশিন’ ছবিটি। আব্বাস-মাস্তান বরাবরই বলিউডের প্রতিষ্ঠিত তারকা শিল্পীদের নিয়েই ছবি নির্মাণে করে এসেছেন। তবে এবার ‘মেশিন’ ছবিতে বলিউডের জনপ্রিয় প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীর বদলে একঝাঁক নতুন মুখের সমাবেশ ঘটিয়েছেন। এ ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আব্বাস-মাস্তান জুটির একজন আব্বাসের সন্তান মুস্তাফার/‘মেশিন’ ছবিতে তাকে একজন চৌকস কার রেসার রানশ এর ভূমিকায় দেখা যাবে। ইতোমধ্যে ছবিটির প্রমো এবং নাচ-গানের দৃশ্যে নতুন মুখ মুস্তাফার পারফরমেন্স, স্ট্যান্ট, নাচ-গান সবই দর্শকদের নজর কেড়েছে বিখ্যাত চিত্রনির্মাতার পুত্র হিসেবে ফিল্মের অনেক কিছুই খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে নতুন নায়ক মুস্তাফা। বলিউডে তার অভিষেক হচ্ছে বাবা ও চাচার যৌথ পরিচালনায় নির্মিত ছবি ‘মেশিন’-এর মাধ্যমে। স্বাভাবিকভাবে মুস্তাফা মোটামুটি ভাল সুযোগ পেয়েছেন। মিউজিক্যাল স্পোর্টস লাভ স্টোরি ধাঁচের এ ছবিতে তার বিপরীতে রয়েছেন নতুন প্রজন্মের সুন্দরী আকর্ষণীয় নায়িকা কিয়ারা আদভানি। এখানে কিয়ারা অভিনীত চরিত্রের নাম সারাহ। এ ছবিতে কিয়ারা আদভানি আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় এবং গ্ল্যামারাস ইমেজে পর্দায় আসছেন। ‘মেশিন’ ছবিতে আনকোরা নতুন নায়ক মুস্তাফার সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে সুন্দরী এই তন্বী নায়িকা বলেন, এর আগে ‘ফাগলি’ এবং ‘এমএস ধোনি’ ছবিতে দর্শক আমাকে দেখেছে ভিন্ন ইমেজের দুটি রোলে। এবার আমি আসছি আধুনিক সময়ের এক রোমান্টিক তরুণীরূপে। নতুন নায়ক হলেও মুস্তাফা অনেক চৌকসই বলা যায়। রীতিমতো প্রস্তুতি নিয়ে সে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছে। তার পারফরমেন্স, অভিনয়, নাচ, মারপিট, এ্যাকশন, স্ট্যান্ট সব কিছুতেই অভিনবত্বের প্রকাশ ঘটেছে। আমাদের দুজনের মধ্যকার কেমিস্ট্রিও অল্প সময়ের মধ্যে দারুণ জমে উঠেছে। রোমান্টিক দৃশ্যগুলোকে প্রাণবন্ত আকর্ষণীয় আবেগপূর্ণ করে তুলতে আমরা দুজনই সচেষ্ট ছিলাম।’ ‘বলিউডি এ্যাকশন রোমান্টিক সিনেমার ধারা পাল্টে যাচ্ছে খুব দ্রুতই। আজকাল দর্শক অনেক কিছুই প্রত্যাশা করেন হিন্দী সিনেমায়। আমরা দর্শকদের চাহিদা ও রুচির কথা বিবেচনা করে নতুন ধাঁচের এ্যাকশন লাভ স্টোরি ধাঁচের ‘মেশিন’ ছবিটি নির্মাণ করেছি। আমাদের কোন সিনেমাই দর্শকদের হতাশ করেনি। এবারও ‘মেশিন’ ছবিটি সবার মন ভরাবে আশা করি। মিউজিক্যাল স্পোর্টস লাভ স্টোরি ‘মেশিন’ ছবির নাচ-গান, এ্যাকশন, স্ট্যান্ট, থ্রিল সাসপেন্স, অভিনয় সব কিছুতেই দর্শক নতুনত্বের স্বাদ পাবেন,’ বলেন পরিচালক সহোদর আব্বাস-মাস্তান জুটি। তারা এ ছবিতে নব্বই দশকের ঝড় তোলা সুপারহিট গান ‘তু চিজবারি হ্যায় মাস্ত মাস্ত’ গানটি আবার নিয়ে এসেছেন দর্শকদের সামনে। অক্ষয় কুমার-রাভিনা ট্যান্ডন এই গানটির সঙ্গে দুর্দান্ত নেচেছিলেন ‘মোহরা’ ছবিতে। এবার সেই একই গানের সঙ্গে ‘মেশিন’ ছবিতে পারফর্ম করেছেন কিয়ারা আদভানি ও মুস্তাফা জুটি। এই গানটি আবারও নতুন করে সবার মুখে মুখে ফিরতে শুরু করেছে এর মধ্যে। কার রেসিংয়ের টানটান উত্তেজনাপূর্ণ কাহিনীর বহু হলিউডি ছবি দর্শক উপভোগ করেছেন এর আগে। এবার বলিউডে তেমনি একটি স্পোর্টস ফিল্ম নিয়ে এসেছেন পরিচালক আব্বাস-মাস্তান জুটি। নতুন নায়ক-নায়িকার ফ্রেশনেস আর গল্পের নতুনত্বের সঙ্গে যুক্ত হয়েছে স্মার্টলুক, যা ‘মেশিন’ ছবিটিকে দর্শকদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য করে তুলবে ধারণা করা যায়। দেখা যাক, বলিউডি এ্যাকশন রোমান্টিক সিনেমার তালিকায় উজ্জ্বল এক সংযোজন হিসেবে কতটা বিবেচিত হয় ‘মেশিন’ ছবিটি। কিয়ারা আদভানি এবং মুস্তাফার স্মার্ট রোমান্টিক পর্দা জুটি হিসেবে সবাইকে মুগ্ধ করবে আশা করছি।
×