ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সকল শিল্পে নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা জরুরী

প্রকাশিত: ০৮:৫১, ১৪ মার্চ ২০১৭

সকল শিল্পে নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা জরুরী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ও ফেডারেশন জাগরণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সোমবার ডিআরইউ মিলনায়তনে ‘গার্মেন্টসসহ সকল শিল্পে নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক আলোচনাসভা হয়েছে। এ্যাডভোকেট আমেনা আক্তার দেওয়ানের সভাপতিত্বে এবং সুলতানা বেগমের পরিচালনায় সভায় বক্তারা বলেন, নারী শ্রমিকরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূূমিকা রাখছে। নারীস্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিটি শিল্প সেক্টর ভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরী। প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সালমা আলী বলেন, সমাজের সকল স্তরে নারীর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করতে হবে। -বিজ্ঞপ্তি
×