ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পাটমেলায় সাড়ে ৩ কোটি পণ্য বিক্রি হয়েছে, অর্ডার মিলেছে ৪ কোটির

প্রকাশিত: ০৭:৫৪, ১৪ মার্চ ২০১৭

পাটমেলায় সাড়ে ৩ কোটি পণ্য বিক্রি হয়েছে, অর্ডার মিলেছে ৪ কোটির

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলায় দর্শনার্থী ছিল আশাতীত। মেলায় মোট ৩ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার ২০০ টাকার বহুমুখী পাটপণ্য বিক্রি হয়েছে, অর্ডার পাওয়া গেছে ৪ কোটি ১২ লাখ টাকার। সমাপনী অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত মেলায় ছিল উপচেপড়া ভিড়। এছাড়াও দেশে প্রথমবারের মতো পালিত জাতীয় পাট দিবস তরুণ প্রজন্মের কাছে পাটকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। সোনালী ঐতিহ্যের পাটের প্রকৃত চিত্রপট উঠে আসে কনক্রিটের রাজধানী ঢাকাতেও, যা প্রশংসিত হয়েছে সর্বত্র। সর্বোপরি জাতীয় পাট দিবস ও বহুমুখী পাটপণ্য হয়েছে সফল ও সার্থক। সোমবার রাতে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের খোলা প্রাঙ্গণে বহুমুখী পাট পণ্য মেলা-২০১৭’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তাদের আলোচনায় এসব কথা উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টচার্য্যরে সভাপতিত্বে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক নাসিমা বেগম, পাট অধিদফতরের মহাপরিচালক মোছলেহ উদ্দিন ও পাট পণ্যের উদ্যেক্তারা। পরে পাট পণ্যের উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, পাটের সঙ্গে সম্পৃক্তরা সকলেই একেকটা লক্ষ্মী। তাদের হাত ধরে এ দেশের পাট তার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে। ভাগ্য খুলেছে কৃষকের।
×