ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন আইনে ভ্যাট ৭ শতাংশ করার প্রস্তাব ডিসিসিআই’র

প্রকাশিত: ০৩:৫৯, ১৪ মার্চ ২০১৭

নতুন আইনে ভ্যাট ৭ শতাংশ করার প্রস্তাব ডিসিসিআই’র

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন আইনে ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার বিকেলে এনবিআরের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এই প্রস্তাব করেন ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান। এ সময় উপস্থিত ছিলেনÑ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। ভ্যাট কমানোর পাশাপাশি ২০১৭-১৮ অর্থবছরে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ব্যক্তি আয়ে কোন করারোপ না করার জন্য এনবিআরের কাছে প্রস্তাব করেছে ডিসিসিআই। ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান ভ্যাট এবং সাপ্লিমেন্টারি এ্যাক্ট ২০১২ আইনে সমন্বিত ১৫ ভাগ ভ্যাটের পরিবর্তে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেন। পাশাপাশি বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর রাজস্ব কাঠামোর সঙ্গে মিল রেখে এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে যৌক্তিকভাবে হ্রাসকৃত হারে ভ্যাট আরোপের আহ্বান জানান। তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার ৫০ লাখ টাকা পর্যন্ত কর মুক্ত রাখা এবং ৫০ লাখ হতে ১ কোটি ২০ লাখ পর্যন্ত ৩ শতাংশ করারোপের প্রস্তাব করেন। এছাড়াও ব্রোকারজ কোম্পানির কর্পোরেট করের হার ৩৫ থেকে হ্রাস করে ৩০ ভাগ করা এবং মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে কর্পোরেট করের হার ৩৭ দশমিক ৫ থেকে হ্রাস করে ৩৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, সরকার আগামী বাজেটটি অধিকতর ব্যবসা ও শিল্পবান্ধব করার জন্য বদ্ধপরিকর। তিনি জানান, কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এনবিআর সারাদেশে করবিষয়ক কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে এবং ট্যাক্স নেট বাড়ানোর জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে ট্যাক্স-আয়কর ক্যাম্প চালুর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, রাজস্ব আহরণ বাড়ানোর জন্য ব্যবসায়ী ও রাজস্ব কর্মকর্তাবৃন্দের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করা প্রয়োজন এবং এ লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও এ্যাসোসিয়েশনে করকর্মকর্তাদের জন্য ইন্টার্নশিপ চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তিনি বলেন, এনবিআর প্রতিবছর নবেম্বরের ২৬-৩০ পর্যন্ত আয়কর সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে সম্মানীত আয়কর প্রদানকারীবৃন্দ নিজেদের আয়কর প্রদান করতে পারবেন। এ সময় ডিসিসিআই উর্ধতন সহসভাপতি কামরুল ইসলাম, এফসিএ অনলাইনে আয়কর রিটার্ন প্রত্রিয়াকে সহজীকরণ করা ও জনসচেতনতা বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। ডিসিসিআই সহসভাপতি হোসেন এ সিকদার, পরিচালক আসিফ এ চৌধুরী, ইঞ্জিঃ আকবর হাকিম, ইমরান আহমেদ, খ. আতিক-ই-রাব্বানী, এফসিএ, কে এম এন মঞ্জুরুল হক, মামুন আকবর, মোঃ আলাউদ্দিন মালিক এবং মহাসচিব এ এইচ এম রেজাউল কবির এ সময় উপস্থিত ছিলেন।
×