ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য পুরোপুরি ফিট মাশরাফি

প্রকাশিত: ০৬:০০, ১৩ মার্চ ২০১৭

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য পুরোপুরি ফিট মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরে বল ঠেকাতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙ্গেছিল বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। সেই ইনজুরি কাটিয়ে উঠে এখন পুরোপুরি সুস্থ তিনি। শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি২০ সিরিজ খেলার জন্যও ফিট হয়ে উঠেছেন। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ মাসেই ২৭ মার্চ বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট টুর্নামেন্ট ইমার্জিং কাপ। অনুর্ধ-২৩ দলের খেলা হলেও প্রতিটি দলে জাতীয় দলে খেলা ৪ ক্রিকেটারকে নেয়া যাবে। দলটির অনুশীলন ইতোমধ্যেই শুরু হয়েছে। ইমার্জিং কাপের লড়াইয়ে নামার আগে ১৬ ও ১৮ মার্চ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। সে দুটি ম্যাচে মাশরাফিও খেলবেন। শ্রীলঙ্কায় যাওয়ার আগে তার শারীরিক অবস্থা বোঝার জন্যই এমন পদক্ষেপ। ওয়ানডে দলও দিতে হবে, একই সময়ে অনুষ্ঠিত হবে ইমার্জিং কাপ। এ বিষয়ে হাবিবুল বলেন, ‘ইমার্জিং কাপে আমরা যে চারজন জাতীয় দলের ক্রিকেটারকে নিয়ে চিন্তা-ভাবনা করছি, সেটা ওয়ানডে স্কোয়াডের আগে জানান সম্ভব নয়। শ্রীলঙ্কা সফরের জন্য ওয়ানডে দল ঘোষণার পরই আমরা তা জানাতে পারব। ইমার্জিং কাপের স্কোয়াডটা নির্ভর করছে ওয়ানডে দলের ওপর। এ মুহূর্তে প্রাথমিক স্কোয়াডে ২০ জন খেলোয়াড় রয়েছেন। এদের অনেকেই জাতীয় দলের খেলোয়াড়। তাই সেখান থেকে যারা বাদ পড়বেন ও সম্ভাব্য বাকিদের নিয়ে স্কোয়াড তৈরি করা হবে।’ হাবিবুল জানিয়েছেন আজই শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হবে। মাশরাফির যাওয়া নিশ্চিতই। শুধু তাকে ম্যাচের সঙ্গে মানিয়ে নেয়ার জন্যই প্রস্তুতি ম্যাচ দুটি খেলানো হবে। এ বিষয়ে হাবিবুল বলেন, ‘ইমার্জিং কাপের আগে ১৬ ও ১৮ তারিখে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। ম্যাচ দুটিতে সবার পারফর্মেন্সের ওপর নজর দেয়া হবে। প্রস্তুতি ম্যাচ দুটিতে অনুর্ধ-২৩ দলের খেলোয়াড়দের পাশাপাশি ওয়ানডে দলে যারা থাকতে পারেনÑ যেমন মাশরাফি, নাসির, সোহানরা প্রস্তুতির সুযোগ পাবে।’ নিউজিল্যান্ড সফরে আঙ্গুলের ইনজুরিতে পড়ে ৬/৭ সপ্তাহের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছিলেন মাশরাফি। তবে এর মধ্যে বাংলাদেশের কোন ওয়ানডে বা টি২০ খেলতে হয়নি। তাই কোন ম্যাচ বাদ যাচ্ছে না তার। দলের নিয়মিত সদস্যই থাকছেন তিনি। হাবিবুল বলেন, ‘মাশরাফি এখন পুরোপুরি সুস্থ। ইনজুরির সমস্যা নেই। ফুল রানআপে বোলিং করছে। শ্রীলঙ্কা সফরে যাবার জন্য একেবারে ফিট। এরচেয়ে বেশি আমাদের আর কি চাই?’ কিছুদিন ক্রিকেটাররা লঙ্গার ভার্সন প্রথমশ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) খেলেছে। এ কারণে ওয়ানডে দলের সম্ভাব্যদের ইমার্জিং কাপের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দেয়া হবে। এমনটাই জানালেন হাবিবুল।
×