ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোটের বৈঠক শেষে নাসিম

সুনামগঞ্জ ও কুসিক নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

প্রকাশিত: ০৫:৪৯, ১৩ মার্চ ২০১৭

সুনামগঞ্জ ও কুসিক নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

বিশেষ প্রতিনিধি ॥ ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালন করবে। সেই সঙ্গে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ক্ষমতাসীন জোটটি। এছাড়া আসন্ন সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়া সেনগুপ্ত এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুইটি জায়গা থেকেই ১৪ দলের শরিক দল জাসদের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। রবিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৪ দলের গত বৈঠকে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে সংসদের প্রতি অনুরোধ জানানো হয়েছিল। সেই প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের প্রতিটি সদস্যকে আমরা অভিনন্দন জানাই। আর সরকার ও পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই, এ দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে উদ্যোগ গ্রহণ করুন। মোহাম্মদ নাসিম বলেন, ২৫ মার্চ ১৪ দলীয় জোট কেন্দ্রীয়ভাবে ‘গণহত্যা দিবস’ পালন করবে। এছাড়া জেলা-উপজেলা পর্যায়েও দিবসটি পালন করবে ১৪ দল। এর মাধ্যমে দেশবাসীকে আমরা পাকিস্তানীদের বর্বরতা মনে করিয়ে দিতে চাই। পাকিস্তানীদের এখনও বোধদয় হয়নি। লেখনিসহ নানাভাবে তারা গণহত্যাকে অস্বীকার করছে। কিন্তু এই নির্লজ্জ ও পাপিষ্ঠ জাতির বিরুদ্ধে আমাদের লড়াই থেমে নেই। তাদের বিশ^বাসীর কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ দল সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে জয়া সেনগুপ্ত এবং কুসিক নির্বাচনে মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এই দুই প্রার্থীর পক্ষে প্রচারের জন্য ১৪ দলীয় জোটের নেতারা অংশ নেবেন। শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের সমাবেশ যোগ দিতে আসা নরসিংদীর কর্মীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দুঃখ প্রকাশ করে ১৪ দলের মুখপাত্র বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনায় ১৪ দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। বৈঠক সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দলগতভাবে অংশগ্রহণের প্রস্তাব করেন। জবাবে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি জানান, দুই জায়গাতেই জাসদের প্রার্থী রয়েছেন। তবে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। এ সময় ১৪ দল নেতারা স্বাধীনতার ৪৬ বছরেও ‘গণহত্যা দিবস’ না পালনের বিষয়টিকে ‘ভুল’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, তবে দেরিতে হলেও এই দিবসটি পালনে সংসদে সর্বসম্মত প্রস্তাব গ্রহণের বিষয়টি ইতিবাচক। জাসদের শিরীন আখতার তার দলের সমাবেশে যোগ দিতে আসা নরসিংদীর কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করলে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, কাজটি ঠিক হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি দেখা হবে। জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির সভাপতিত্বে বৈঠকে মোহাম্মদ নাসিম ও ওবায়দুল কাদের ছাড়াও আরও উপস্থিত ছিলেনÑ আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, ডাঃ অসীত বরণ রায়, জাসদের নাদের খান, বাসদের রেজাউর রশীদ খান, জাতীয় পার্টির (জেপি) শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, গণআজাদী লীগের মুহাম্মদ আতাউল্লাহ খান প্রমুখ।
×