ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে কৃষক হত্যার দায়ে ১৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:২৭, ১৩ মার্চ ২০১৭

টাঙ্গাইলে কৃষক হত্যার দায়ে ১৫ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১২ মার্চ ॥ চাঞ্চল্যকর কৃষক তোফাজ্জল হোসেন হত্যা মামলার রায়ে ১৫ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। রবিবার দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক স্পেশাল জজ ওয়াহিদুজ্জামান সিকদার এ রায় দেন। একই সঙ্গে দ-প্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদ-ের আদেশ দেয়া হয়। দ-প্রাপ্তরা হলো- ইলিয়াস মিয়া, শাহবাজ খান, বাবুল, দুলাল মিয়া, ইন্নাস মিয়া, বিষু মিয়া, আশরাফ আলী, ফেরদৌস, পারভেজ, লিটন, শাহদত, আনোয়ার, মতি মিয়া, দেলোয়ার ও মুনছুর আলী। এ মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। এদের মধ্যে তিনজন জামিনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, ২০০৬ সালের ২২ মে মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামের কৃষক তোফাজ্জল হোসেনকে জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। দ-প্রাপ্তরা বর্তমানে টাঙ্গাইল কারাগারে রয়েছে।
×