ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের আরও অবনমন

প্রকাশিত: ০৬:১৯, ১১ মার্চ ২০১৭

বাংলাদেশের আরও অবনমন

ফিফা র‌্যাঙ্কিং, শীর্ষেই আর্জেন্টিনা স্পোর্টস রিপোর্টার ॥ প্রকাশিত হয়েছে ফিফা র‌্যাঙ্কিং। তাতে আরও তিনধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। তাদের র‌্যাঙ্কিং এখন ১৯৩। সাফ অঞ্চলে তাদের অবস্থান সাত দেশের মধ্যে পঞ্চম। সবার আগে আছে ভারত (১৩২)। তারপরের অবস্থান মালদ্বীপ (১৪০), নেপাল (১৭০), ভুটান (১৭৭), শ্রীলঙ্কা (১৯৭) ও পাকিস্তান (১৯৮)। এশিয়ার মধ্যে শীর্ষদশে আছে ইরান (৩৩), দক্ষিণ কোরিয়া (৪০), জাপান (৫১), অস্ট্রেলিয়া (৫৫), সৌদি আরব (৫৭), উজবেকিস্তান (৬৩), সংযুক্ত আরব আমিরাত (৬৮), কাতার (৮৪), চীন (৮৬) এবং সিরিয়া (৯৫)। এদিকে বিশ্বের মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে মেসি-ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। মজার ব্যাপারÑ দ্বিতীয় থেকে দশম স্থানের কোন পরিবর্তন হয়নি (ব্রাজিল, জার্মানি, চিলি, বেলজিয়াম, ফ্রান্স, কলম্বিয়া, পর্তুগাল, উরুগুয়ে ও স্পেন)। র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে সুরিনাম। ৯ ধাপ ওপরে উঠেছে মধ্য আমেরিকার এই দেশটি (১২০)। আর সবচেয়ে বাজে অবমন ঘটেছে এশিয়ার দেশ মিয়ানমারের। ১৩ ধাপ নিচে নেমে তাদের অবস্থান এখন ১৭২।
×