ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ দুই টেস্টের ভারত দল ঘোষণা, স্মিথদের বিরুদ্ধে করা অভিযোগ;###;তুলে নিল বিসিসিআই

এগিয়ে যাওয়ার অপেক্ষায় কোহলি

প্রকাশিত: ০৬:১৮, ১১ মার্চ ২০১৭

এগিয়ে যাওয়ার অপেক্ষায় কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে দুটি বিষয় এখন আলোচিত। প্রথমত পিচ এবং দু’দলের ক্রিকেটারদের আচরণ, বিশেষ করে অসি-অধিনায়ক স্টিভেন স্মিথের রিভিউ নিতে গিয়ে ড্রেসিং রুমের দিকে তাকানো। চার ম্যাচের এই সিরিজে তিনটি ভেন্যুতেই প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ব্যতিক্রমই বলতে হবে। খোদ ভারতীয়রা পিচ সম্পর্কে আগাম কিছু অনুমান করতে পারছে না। পুনের স্পিনিং ট্র্যাকে ৩৩৩ রানের লজ্জার হারে প্রথমেই পিছিয়ে পড়ে বিরাট কোহলির দল। এরপর ব্যাঙ্গালুরুর চিরচেনা এম চিন্মাস্বামীতে ৭৫ রানের জয়ে সমতায় ফেরে (১-১) স্বাগতিকরা। রাচির তৃতীয় ম্যাচটা আবার টেস্টের জন্য নতুন। কোহলি নিজেও এটিতে নতুন অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন। উইকেট স্পোর্টিং হবে, স্পিনারদের ওপর ভর করে সিরিজে এগিয়ে যেতে আশাবাদী ভারত অধিনায়ক। শেষ দুই টেস্টের জন্য প্রায় অপরিবর্তিত দল ঘোষণা করা হয়েছে। ‘টেস্টে রাচির পিচ কেমন আচরণ করবে, সেটি জানি না। তবে সংক্ষিপ্ত ফরমেটের অভিজ্ঞতা থেকে বলব কিছুটা সেøা এবং নিচু বাউন্সি হবে। শুরুতে পেসাররা এবং শেষদিকে স্পিনাররা সহায়তা পাবে। স্পোর্টিং হবে বলেই আশাকরি। ব্যাঙ্গালুরুতে আমাদের স্পিনাররা দারুণ করেছে। এটা অব্যাহত থাকলে তৃতীয় টেস্ট জিতে এগিয়ে যাওয়া সম্ভব। আমরা জয়ের জন্য মাঠে নামি, রাচিতেও ব্যতিক্রম হবে না।’ বলেন অধিনায়ক কোহলি। ভারত টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। টানা ৬ সিরিজ জয় ও ঘরের মাটিতে ১৯ টেস্টে অপরাজিত থেকে এই সিরিজটা শুরু করে। নিশ্চিত ফেবারিট হয়েও প্রথম ম্যাচে ওভাবে হেরে যাওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়ে কোহলি-বাহিনী। কিন্তু ব্যাঙ্গালুরুতে স্পিনারদের দাপটে ঘুরে দাঁড়ায় তারা। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৬ ও দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন নেন সমান ৬ উইকেট। যদিও ব্যাট হাতে হঠাৎই খেই হারানো কোহলি নিজে সমালোচনার মুখে। সিরিজে তার রান ০, ১৩, ১২ ও ১৫। ওদিকে ব্যাঙ্গালুরু টেস্টে রিভিউ নিতে গিয়ে ম্যানেজমেন্টের কাছ থেকে ইঙ্গিত পাওয়ার আশায় একাধিকবার ড্রেসিং রুমের দিকে তাকিয়ে সমালোচিত প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথ। মাঠে ইশান্ত শর্মা, পিটার হ্যান্ডসকম্ব, স্মিথ-কোহলিদের বাক্য বিনিময়, অঙ্গভঙ্গিও আলোচনায়। এ নিয়ে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) আগেরদিনই আইসিসির কাছে যে লিখিত আবেদন করেছিল, ক্রিকেটীয় স্পিরিটের কথা বলে শুক্রবার সেটি তুলে নেয়া হয়েছে। বৃহস্পতিবার শুরু তৃতীয় টেস্ট। শেষ দুই টেস্টের ভারত দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মুরলি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ইশান্ত শর্মা, উমেশ যাদব, জয়ন্ত যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ নায়ার ও অভিনব মুকুন্দ।
×