ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে দুই শিশুকে হত্যা

প্রকাশিত: ০৫:৪৪, ১১ মার্চ ২০১৭

মানিকগঞ্জে দুই শিশুকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১০ মার্চ ॥ মানিকগঞ্জের শিবালয় ও ঘিওরে নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে পৃথক স্থান থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই ওই শিশুদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও তাদের পরিবার। নিহতরা হলোÑ শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের স’ মিল কর্মচারী বাসু সেখের ছেলে প্রথম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন (৮) ও ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের ইলেকট্রিশিয়ান শহিদুল ইসলামের ছেলে শিশু শ্রেণীর ছাত্র দুরন্ত (৭)। পুলিশ ও পরিবারিক সূত্র জানায়, সাব্বির বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে বের হয়েছিল। সন্ধ্যার পরও বাড়িতে ফিরে না আসায় তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশে যমুনা নদীর চরে বালুর গর্তে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সাব্বিরের পরিবারের দাবি, শত্রুতাবশত তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকা-ের সঙ্গে জড়িত তা জানাতে পারেনি তার পরিবার। এ ঘটনায় সাব্বিরের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। অপরদিকে, ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে দুরন্ত বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী ফুপুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সকালে বাড়ির অদূরে একটি বাঁশঝাড়ে হাত-পা বাঁধা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। শিশুটির মামা ইউনূস আলী জানান, দুরন্তের মরদেহ সালোয়ার কামিজের কাপড় দিয়ে বাঁধা ছিল। তার পাশেই একটি ধারালো চাকু পাওয়া গেছে। তিনি জানান, মাত্র আড়াই শতাংশ জমি নিয়ে প্রতিবেশী আনোয়ার, ইউসূফ ও রাশুর সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জের ধরেই শিশুটিকে হত্যা করা হয়েছে। তার অভিযোগ, সালোয়ার কামিজের কাপড় ওই বাড়িরই কোন নারীর হবে। পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
×