ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সংসদে রেকর্ড

প্রকাশিত: ০৮:৩৯, ১০ মার্চ ২০১৭

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সংসদে রেকর্ড

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় রেকর্ড গড়েছে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন। অতীতের সব রেকর্ড ভঙ্গ করে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার বক্তৃতার হিসাব ধরে সর্বমোট ৬৪ ঘণ্টা ১৫ মিনিট আলোচনা হয়েছে। আলোচনায় সরকার ও বিরোধী দলের ২৩৭ জন সংসদ সদস্য অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের বক্তৃতার মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে রাষ্ট্রপতির ভাষণের ওপর চীফ হুইপ আ স ম ফিরোজের আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা। পরে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় রেকর্ড গড়েছে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তৃতার হিসাব ধরে মোট ৬৪ ঘণ্টা ১৫ মিনিট আলোচনা হয়েছে। পূর্বঘোষিত সময়ানুযায়ী, বৃহস্পতিবারই ১৪তম অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। তবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাবের ওপর একটি বিশেষ আলোচনার জন্য ১১ মার্চ শনিবারও সংসদ অধিবেশন চলবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এ ঘোষণা দিয়ে শনিবার অধিবেশনের সমাপ্তি ঘটবে বলেও জানান। শনিবার বিকেল ৩টায় সমাপনী অধিবেশন শুরু হবে।
×