ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিথ্যা তথ্য দেয়ায় কলেজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৪:১৫, ১০ মার্চ ২০১৭

মিথ্যা তথ্য দেয়ায় কলেজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৯ মার্চ ॥ মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে কালাই মহিলা ডিগ্রী কলেজের নাম জাতীয়করণের তালিকায় উঠিয়েছে কলেজের অধ্যক্ষ এমন অভিযোগ ওঠায় মাধ্যমিক শিক্ষা অধিদফতরকে বিষয়টি তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শাখা ৯ (কলেজ-১) এর সিনিয়র সহকারী সচিব নাসিমা খানম স্বাক্ষরিত ১৫/০২/২০১৭ তারিখে এক পত্রে এই নির্দেশনামা দেয়া হয়। কালাই মহিলা কলেজের এই প্রতারণার খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে এবং ওই কলেজের নানা অনিয়ম, অনৈতিকতা ও মিথ্যাচার আলোচনায় চলে আসে। জানা যায়, ১৯৯৫ সালে ২.৬৯ একর জমির উপরে বিএনপি দলীয় সাবেক এমপি আবু ইউসুফ খলিলুর রহমানসহ এলাকার কিছু ব্যক্তির উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠার পর নানা বিতর্কের জন্ম দেয়। কলেজটি বিএনপি দলীয় কালাই উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিনের তত্ত্বাবধানে থাকায় তার সব সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়। কালকিনিতে ১২ দিনেও খোঁজ মেলেনি কিশোরীর নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৯ মার্চ ॥ কালকিনি পৌর এলাকার পূর্ব শিকারমঙ্গল গ্রামের আঃ কুদ্দুস সরদারের কিশোরী মেয়ে সুরমা আক্তার (১৪) নিখোঁজের ১২ দিন পার হলেও খোঁজ পায়নি তার পরিবার। জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি সকালে পৌরসভার ঠেঙ্গামারা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফেরেননি। পরে সুরমা আক্তারের সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তাকে কোথাও পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ডায়েরি নং ১১৪৬। টিফিন বক্স বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ শহরের বুলবুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ শিক্ষার্থীর মাঝে বৃহস্পতিবার টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ে মা সমাবেশে এসব বক্স বিতরণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তহমিনা আখতার মোল্লা। তিন শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৯ মার্চ ॥ বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচর উপজেলার তিন শতাধিক এ্যাজমা রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফাউন্ডেশন ফর এ্যাডভান্সমেন্ট অব ইনোভেশন্স ইন টেকনোলজি এ্যান্ড হেলথ বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপাইরেটরি সোসাইটির উদ্যোগে বাজিতপুর পৌর শহরের দড়িকান্দিতে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছারওয়ার আলম। ডাঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেনÑ ইউএনও (ভারপ্রাপ্ত) তসলিমা নূর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচআর সরকার উত্তম প্রমুখ।
×