ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জাপানে আশ্রয় পেতে প্রলোভনের ফাঁদে দুই বিএনপিকর্মী

প্রকাশিত: ০৭:৫৬, ৯ মার্চ ২০১৭

জাপানে আশ্রয় পেতে প্রলোভনের ফাঁদে দুই বিএনপিকর্মী

বিডিনিউজ ॥ রাজনৈতিক আশ্রয় পেতে বাংলাদেশের দুই বিএনপিকর্মীর ফুকুশিমা পরমাণু চুল্লির তেজস্ক্রিয় দূষণ দূর করার কাজ নেয়ার খবরে আলোচনা উঠেছে জাপানে। দুর্ঘটনাকবলিত ওই পরমাণু চুল্লিতে কাজ করাতে শ্রমিক না পাওয়ার কারণে ঠিকাদারি একটি প্রতিষ্ঠান বাংলাদেশী দুজনকে স্থায়ী ভিসা পাওয়ার প্রলোভন দেখিয়ে নিয়েছিল বলে স্থানীয় সংবাদপত্রে খবর ছাপা হয়েছে। তবে জাপানের বিচার বিভাগের কর্মকর্তারা বলছেন, এই ধরনের কাজ নিয়ে দেশটিতে স্থায়ী হওয়ার কোন সুযোগ নেই। রাজনৈতিক আশ্রয় পেতে ওই দুজন মিথ্যাচার করেছেন কি না, তা খতিয়ে দেখা হবে বলে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন। এই দুই বাংলাদেশী হলেন মনির হোসেন (৫০) ও দেলওয়ার হোসেন (৪২)। তারা বিএনপিকর্মী বলে নিজেদের পরিচয় দিয়েছেন বলে জাপানী সংবাদপত্র ‘চুনিচি’ জানিয়েছে। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি। ২০১৩ সালে পর্যটক ভিসায় জাপানে ঢোকার পর তারা জাপানে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন; যাতে তারা দুজনই বলেছেন, দেশে ফিরলে তারা রাজনৈতিক বিচারের ঝুঁকিতে পড়বেন। মনির ও দেলওয়ারকে টোকিও ইলেকট্রিক এ্যান্ড পাওয়ার কোম্পানি (টেপ্পকো) নিয়ন্ত্রণাধীন দাইচি পরমাণু বিদ্যুত কেন্দ্রের ক্ষতিকর তেজস্ক্রিয় বর্জ্য পরিষ্কারের কাজে লাগানোর অভিযোগ উঠেছে নাগোয়া প্রদেশের একটি কোম্পানির বিরুদ্ধে। দুই বাংলাদেশীই চুনিচিকে বলেছেন, ২০১৫ সালের শেষ দিকে তারা নাগোয়ার ওই কোম্পানির সঙ্গে কথা বলেন। ফুকুশিমার তেজস্ক্রিয় বর্জ্য অপসারণ করলে শরণার্থী ভিসা পাওয়া যাবে বলে লোভ দেখানো হয়েছিল তাদের।
×