ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পানির সন্ধানে লোকালয়ে মায়া হরিণ

প্রকাশিত: ০৪:৪৭, ৯ মার্চ ২০১৭

পানির সন্ধানে লোকালয়ে মায়া হরিণ

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৮ মার্চ ॥ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বুধবার সকালে মিষ্টি পানির সন্ধানে লোকালয়ে চলে আসা মায়া হরিণ জেলেরা আটক করেছে। সংবাদ পেয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমানের নির্দেশে বিট কর্মকর্তা মাছুম মাতাব্বর, বন প্রহরী আঃ লতিফ ও কবির হরিণটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চর ইসলামের সংরক্ষিত বনে দুপুর ১টার দিকে অবমুক্ত করেন। চরমানিকা বিট কর্মকর্তা জানান, মিষ্টি পানির সন্ধানে হরিণটি চর হাসিনা থেকে লোকালয়ে চলে আসে। হরিণটি গর্ভবর্তী হওয়ার কারণে সহজে জেলেদের হাতে আটক হয়।
×