ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আগামী সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা মার্চেই চূড়ান্ত হচ্ছে

প্রকাশিত: ০৮:০৬, ৭ মার্চ ২০১৭

আগামী সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা মার্চেই চূড়ান্ত হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা মার্চেই চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মাদ আবদুল্লাহ। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে কোন দিন কী কাজ করলে ভালো হবে সেটা চূড়ান্ত করা হবে। ইসির এ পরিকল্পনা অনুসারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা করছে ইসি। সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সঙ্গেও সংলাপ হবে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনী কর্মপরিকল্পনার ভিত্তিতেই আগামী দুই বছর ধরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়া হবে। এর মধ্যে ভোটার তালিকা হালানাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন, সংলাপ, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্র্ধারণ করা হবে। এটি হচ্ছে একটি রোডম্যাপ যার ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করেন। বলেন, জাতীয় নির্বাচনের আগে যেসব দল রাজনৈতিক কর্মকা- চালাচ্ছে কিন্তু নিবন্ধন নেই তারা যে কোন সময় নিবন্ধন পেতে আবেদন করতে পারে। সোমবারের অনুষ্ঠিত ১৪ উপজেলা এবং ৪টি পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আর আসছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। উপজেলা নির্বাচন উপলক্ষে কমিশন বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল। তাই কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি। কোন অভিযোগও আসেনি। তিনি বলেন, কুমিল্লা সিটি নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ যেমন থাকবে, তেমনি ভোটারদের উপস্থিতিও বেশি হবে। আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। কমিশন খুবই কঠোর অবস্থানে রয়েছে। কোন প্রকার ছাড় দেয়া হবে না বলেও জানান ইসি সচিব।
×