ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫৮, ৭ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

পোশাক ট্রায়াল এ্যাপ! ভারতের হায়দরাবাদভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ট্রুপিক ভার্চুয়ালাইজেশন নতুন এক মোবইল এ্যাপ বানিয়েছেন যাতে পোশাক পছন্দ হলে সেটি নিজের শরীরে কেমন লাগবে তা দেখতে পারবে ক্রেতা। ‘সোফিয়া’ নামের এ্যাপটিতে কোন পোশাক পছন্দ হলে তা ট্রায়াল করে দেখা যাবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর থ্রিডি প্রতিরূপে পোশাকটি কেমন লাগে তা দেখানো হবে। -আইএএনএস পরিযায়ী পাখিদের বিমানবন্দর! হাজার হাজার পথ পাড়ি দেয়া পাখিদের জন্য বিশ্রামের দরকার। এজন্য চীনের বন্দরনগরী তিয়ানজিনে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম পরিযায়ী পাখিদের বিমানবন্দর। এটি ইস্ট এশিয়ান-অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে জোন অঞ্চলে অবস্থিত। পরিযায়ী পাখিরা বিশ্বের নয়টি পথ ব্যবহার করে উড়ে বেড়ায়। প্রতি বছর পাঁচ কোটি পাখি এ পথগুলো ব্যবহার করে। ৬১ হেক্টর জমির ওপর তৈরি এ বিমানবন্দরটি ২০১৮ সালে চালু হবে। এখানে পাখিদের ওঠা-নামা করার জন্য রানওয়ে, রদ, ঘাস ও জলাভূমি থাকবে। এয়ার ট্রাফিক কন্ট্রোল, চেক ইন, চেক আউট, নিñিদ্র নিরাপত্তা ও ওয়াচ টাওয়ার রয়েছে। -ডিজেন
×