ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগান সীমান্তে সন্ত্রাসী হামলায় পাঁচ পাকিস্তানী সেনা নিহত

প্রকাশিত: ০৩:৫৮, ৭ মার্চ ২০১৭

আফগান সীমান্তে সন্ত্রাসী হামলায় পাঁচ পাকিস্তানী সেনা নিহত

আফগান সীমান্তে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ১০ হামলাকারীও নিহত হয়েছে। পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর ডন অনলাইনের। আইএসপিআর বিবৃতিতে জানায়, রবিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের মোহমান্দ এজেন্সির তিনটি পোস্টে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় সেনা ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। সেনাদের যথাযথ জবাবে পিছু হটতে বাধ্য হয় তারা। পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া মোহমান্দ এজেন্সিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাদের প্রতিরোধের প্রশংসা করেছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা সব সময়ের জন্য হুমকি। তাদের স্বাধীন চলাফেরা অবশ্যই বন্ধ করতে হবে। তিনি পাকিস্তানের মতো আফগানিস্তানের পাশেও সৈন্য মোতায়েন থাকার ওপর গুরুত্বারোপ করেছেন। এমন সময় সীমান্তে এই হামলা হলো, যখন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে টালমাটাল সম্পর্ক বিরাজ করছে। গত মাসে পাকিস্তানে কয়েকটি হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ায় আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান কর্তৃপক্ষ। এ হামলার জন্য আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠনকে দায়ী করে পাকিস্তান। এরপর সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান সীমান্তে অভিযান শুরু করে। দীর্ঘতম পতাকা! ভারতের জাতীয় পতাকা আটারি সীমান্তে উত্তোলন করেছে প্রশাসন। উচ্চতা ৩৬০ ফুট। এতটাই উঁচু যে লাহোরের বাসিন্দারাও দেখতে পারবেন পতাকাটিকে। ১১০ মিটার উঁচু দ-ের ওপর ১২০ ফুট দৈর্ঘ্যরে ও প্রস্থে ৮০ ফুট পতাকাটি রবিবার উত্তোলন করা হয়। এজন্য পাঞ্জাবের রাজ্য সরকার ৩ কোটি ৫০ লাখ রুপী খরচ করেছে। -ইন্ডিয়া টাইমস বড় হতে গিয়ে... চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরের রিসার্চ সেন্টারে জন্ম নেয়া প্রথম পান্ডা শাবক হুয়া শেং... বারবার পড়ে যাচ্ছে গাছ থেকে তারপরও ক্লান্তি নেই বরং হাঁটা, গাছে চড়া শিখছে। তার মা কাছে থেকেই তাকে শিখাচ্ছে। তার নাম রাখতে পঞ্চাশ হাজার লোক ভোট দিয়েছিল। এজন্যই তার কর্মকা-ের ওপর একটু বিশেষ নজর রয়েছে সবার। হাঁটতে শিখছে, জানালা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে তবে পড়ে গেলেও কোন পরোয়া করছে না শেং। -জি নিউজ
×