ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভারতীয়দের হত্যা

অপরাধীদের দ্রুত বিচারের আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৩:৫৭, ৭ মার্চ ২০১৭

অপরাধীদের দ্রুত বিচারের আশ্বাস যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র সে দেশে বিদ্বেষপ্রসূত হামলায় ভারতীয় বংশোদ্ভূতদের নিহতের ঘটনায় সংশ্লিষ্ট সকল সংস্থার সহযোগিতায় দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার সে দেশের ভারতীয় দূতাবাসের বেশ কয়েকটি টুইট বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে পররাষ্ট্র দফতরে এসব হত্যাকা-ে দুঃখ প্রকাশ করে এ বিষয়ে সংশ্লিষ্ট সকল সংস্থার সহযোগিতায় দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। সম্প্রতি সেখানে হরদিশা প্যাটেল ও দীপ রাই নামে দু’জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবতেজ সারনা মার্কিন স্টেট ডিপার্টমেন্টে গিয়ে তার গভীর উদ্বেগের কথা জানান। একই সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করে ভারতীয় নাগরিকদের রক্ষার আহ্বান জানান। উল্লেখিত দু’জনের মৃত্যুর পর ভারতীয় দূতাবাসের কর্মকর্তাগণ মামলার অগ্রগতি নিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। প্যাটেলের হত্যাকা- নিয়ে স্থানীয় কাউন্টি শেরীফের অভিমত যে, এটি বিদ্বেষপ্রসূত হত্যা নাও হতে পারে। ভারতীয় দূতাবাস সূত্রে বলা হয়েছে, আমরা এ বিষয়ে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছি। আটলান্টায় নিযুক্ত ভারতের কনস্যুলেট জেনারেল নিহতের পরিবারকে সান্ত¡না দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় সাহায্যের জন্য একজন কনসুলারকে দায়িত্ব দিয়েছেন। সেখানে গুজরাট থেকে আগত ভারতীয়দের সঙ্গে যুক্তরাষ্ট্রে আগে থেকে অবস্থানরত ভারতীয় অভিবাসী সংস্থার সঙ্গে সংযোগ রক্ষার কাজ চালানো হচ্ছে। মার্কিন কংগ্রেস সদস্য রিক লারসেন বলেছেন, শুধু শিখ বলে একজন স্থানীয় লোককে হত্যা করা গর্হিত অপরাধ। আমি এ ধরনের জঘন্য কাজের নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পানামায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত পানামায় রবিবার একটি বাস মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে মহাসড়ক থেকে গভীর খাদে ও তারপর নদীতে পড়ে অন্তত ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপির। পানামার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জোস ডোন্ডেরিস বলেন, বাসটি ক্যারিবিয়ান সাগর উপকূলীয় প্রদেশে বোকাস ডেল তোরো প্রদেশ থেকে রওনা দিয়ে প্রশান্ত মহাসাগর উপকূলীয় শহর চামের একটি খামারে যাচ্ছিল। স্থান দুটির দূরত্ব সাত ঘণ্টা। গ্রিনিচ মান সময় ১৯০০টার দিকে পানামা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোক্লে প্রদেশের অন্টনের সিয়েনাগা ভিয়েজার কাছে দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বাসটির ভেতরে যে অংশে চালক ও অন্যান্য যাত্রীদের আসন রয়েছে সেটা দুমড়ে মুচড়ে গেছে। সেখানে কয়েকজন যাত্রী আটকা পড়েছে। ডোন্ডেরিস বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। এর আগে তিনি এই দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর জানিয়েছিলেন। ঘটনাস্থলে হেলিকপ্টার ও এ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
×