ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ-১৮ জাতীয় ফুটবল শুরু ৯ মার্চ

প্রকাশিত: ০৫:০৬, ৬ মার্চ ২০১৭

অ-১৮ জাতীয় ফুটবল শুরু ৯ মার্চ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে ‘অ-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৭’র প্রাথমিক পর্বের খেলা আগামী ৯ মার্চ থেকে দেশব্যাপী ৮টি অঞ্চলে অনুষ্ঠিত হবে। এই চ্যাম্পিয়নশিপে দেশের ৬৩টি জেলা এবং বিকেএসপি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর হতে বিজয়ী ১টি দলসহ মোট ৬৪টি দল প্রথম পর্বে অংশগ্রহণ করবে। অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপে ৬৪টি দল ৮টি ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করবে। ভেন্যুগুলো হলোÑ ফেনী, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, নেত্রকোনা, রাজশাহী ও দিনাজপুর। প্রতি ভেন্যুতে ৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লীগ পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠান উপলক্ষে রবিবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি ও কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়, সত্যজিৎ দাশ রূপু, বাফুফে কম্পিটিশন্স কমিটির সদস্য আমের খান ও বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
×