ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ছন্দে ফিরতে মরিয়া মিশেল উই

প্রকাশিত: ০৪:৫৯, ৬ মার্চ ২০১৭

ছন্দে ফিরতে মরিয়া মিশেল উই

স্পোর্টস রিপোর্টার ॥ টানা অনেকগুলো এলপিজিএ ট্যুর হেরেছেন। কিন্তু এবার ঘুরে দাঁড়াতে চান মিশেল উই। সিঙ্গাপুরে চলমান এইচএসবিসি মহিলা এলপিজিএ চ্যাম্পিয়নশিপসে অবশ্য তেমন ইঙ্গিতই দিচ্ছেন তিনি। তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে আছেন তিনি ৫ আন্ডার ৬৭ নিয়ে। সিঙ্গাপুরে চ্যাম্পিয়ন হয়ে ইতি টানতে চান টানা পরাজয়ের। প্রায় তিন বছর হতে চললো কোন এলপিজিএ জিততে পারেননি উই। ২০১৪ সালের পর থেকে কখনও কোন এলপিজিএ আসরে নিজেকে শীর্ষে রাখতেও পারেননি কোন রাউন্ডে। কিন্তু সিঙ্গাপুরে তিনি যেন নিজেকে ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার প্রথমদিন শেষেই তিনি সবার ওপরে ছিলেন। সেটা ধরে রেখেছেন শনিবারও। ২ শট কম খেলে শেষ করে এখনও শীর্ষে আছেন। এখন এটা ধরে রাখাই উইয়ের জন্য চ্যালেঞ্জ। তৃতীয় রাউন্ডে সেটা পারলে জয় আসবে ৩ বছরের মধ্যে প্রথমবার। এই টুর্নামেন্টে বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংধারী লিডিয়া কো, ২ নম্বর র‌্যাঙ্কিংধারী আরিয়া জুতানুগার্ন আছেন তারচেয়ে দুই শট পিছিয়ে। ১২ শটের অংশ নিয়েছেন তারা এবং খেলেছেন ২ শট বেশি। অপরদিকে এ দুই শীর্ষ তারকার সঙ্গেই আছেন ১১ নম্বর র‌্যাঙ্কিংধারী সাং হিউয়ুন পার্ক। অবশ্য প্রতিপক্ষদের নিয়ে এতকিছু ভাবছেন না উই। তিনি মনে করেন এমন পজিশনে থাকাটাই আসলে স্বাভাবিক ছিল। সেটা গত আড়াই বছর পারেননি। এ বিষয়ে উই বলেন, ‘আমি এ রকম পজিশনে আগেও অনেকবার ছিলাম। সেজন্যই তো আমি প্র্যাকটিস করি। এতদিন পারিনি, তবে মনে হচ্ছে এখন জেগে উঠেছি। আমি খুব সকালে উঠি এবং কয়েক ঘণ্টা সময় ধরে অনুশীলন করি। এর পেছনে অন্যতম কারণই ছিল এ রকম পজিশনে থাকা এবং সেই অবস্থানে গিয়ে নিজের সেরাটা দেখান।’ দীর্ঘদিন পর কোন টুর্নামেন্টে এভাবে সেরা অবস্থান ধরে রাখতে পেরে দারুণ উচ্ছ্বাসিত উই। তিনি এ বিষয়ে বলেন, ‘আলোচনায় থাকাটা মজার। আরও মজার এমন একটি পজিশনে থেকে আলোচনায় থাকা। আজ আমি যে মনোভাবে আছি তেমনটা বজায় রেখেই এগিয়ে যেতে চাই। যতটা সম্ভব ঘাম ঝরানো পরিশ্রম করে খেলতে চাই।
×