ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আরও এক ভারতীয়কে গুলি

প্রকাশিত: ০৩:৫২, ৬ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রে আরও এক ভারতীয়কে গুলি

যুক্তরাষ্ট্রের আরও এক ভারতীয় বংশোদ্ভূত নাগরিক ঘৃণাজনিত হামলার শিকার হয়েছেন। শুক্রবার রাতে ওয়াশিংটন অঙ্গরাজ্যের কেন্টে নিজ বাড়ির সামনে অজ্ঞাত এক হামলাকারীর গুলিতে আহত হয়েছেনÑ ৩৯ বছর বয়সী এক শিখ। নিজ বাড়ির সামনের গাড়ি বারান্দায় নিজের গাড়িতে কাজ করার সময় এক ব্যক্তি এসে তাকে গুলি করে। এ সময় হামলাকারী ‘তোমার নিজ দেশে ফিরে যাও’ বলে চিৎকার করছিলেন বলে শনিবার জানিয়েছে পুলিশ ও গণমাধ্যম। খবর এনডিটিভি। আহত ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তার নাম দীপ রাই বলে জানা গেছে। সম্প্রতি য্ক্তুরাষ্ট্রে ভারতীয় সম্প্রদায়ের ওপর ধারাবাহিক ঘৃণাজনিত হামলার সর্বশেষ শিকার তিনি। রাইয়ের হাতে গুলি লেগেছে। কেন্টের পুলিশপ্রধান কেন থমাস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘটনার সময় ‘এ দেশ থেকে বেরিয়ে যাও, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাও’ এসব বলে তাকে গুলি করা হয়। আমাদের সমাজে এ ধরনের ঘটনা ঘটেছে এটা ভেবে খুব আশ্চর্য ও অত্যন্ত হতাশবোধ করছি। সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেয়ার সময় শিখ সম্প্রদায়ের সদস্যরা থমাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন। পালিয়ে থাকা সন্দেহভাজন হামলাকারী একজন পুরুষ বলে ধারণা করছে পুলিশ। আহত রাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, গুলিবর্ষণকারী ছয় ফুট লম্বা এক শ্বেতকায় পুরুষ, তার মুখের নিচের অংশ মুখোশে ঢাকা ছিল।
×