ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রোগী জিম্মি করে ধর্মঘট অত্যন্ত দুঃখজনক ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:০০, ৫ মার্চ ২০১৭

রোগী জিম্মি করে ধর্মঘট অত্যন্ত দুঃখজনক ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতির কঠোর সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোগীদের জিম্মি করে যে কোন ধরনের ধর্মঘট অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নবনির্মিত কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের ইন্টার্ন, যাদের জন্য আমি ভাতা বাড়িয়ে দিয়েছি। ১৫ হাজার টাকা করেছি। একটি ঘটনাকে কেন্দ্র করে বগুড়ায় রোগীর স্বজনরা আক্রান্ত হয়েছিল। তাদের জন্য ব্যবস্থা নেয়া হয়। আশাকরি, তারা ভুল বুঝতে পারবে, এর পুনরাবৃত্তি হবে না।’ তিনি আরও বলেন, ‘রোগীকে জিম্মি করে কেউ ধর্মঘট করুক সে ডাক্তার হোক, শ্রমিক হোক যে-ই হোক না কেন, এটা আমরা সমর্থন করি না।’ এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে মন্ত্রী স্পষ্ট কোন উত্তর না দিয়ে বলেন, ‘সমস্যার সমাধানে ব্যবস্থা নেয়া হয়েছে, ব্যবস্থা চলবে।’ চমেক হাসপাতালে এদিন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ৩১ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার। স্বাস্থ্যমন্ত্রী এ সেন্টার উদ্বোধন করেন। এর মাধ্যমে কিডনি রোগীরা উন্নত চিকিৎসা লাভে সক্ষম হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) কেন্দ্রীয় সভাপতি ডাঃ এম ইকবাল আর্সলান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএ চট্টগ্রাম সভাপতি ডাঃ মুজিবুল হক খান। উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা আলাউদ্দিন মজুমদার, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শরীফ, বর্তমান সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল ইকবাল চৌধুরী প্রমুখ।
×