ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৭’ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:২৪, ৫ মার্চ ২০১৭

 ‘সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৭’ অনুষ্ঠিত

গত শুক্রবার অনুষ্ঠিত হলো শিশুদের নিয়ে দেশের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ‘সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৭’। দারুণ সব খেলা, বিনোদন আর প্রতিযোগিতায় ঠাসা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সারাদেশ থেকে আসা মা এবং শিশুরা। মোবাইল, টিভি, কম্পিউটার আর ট্যাবের কারণে আজকের শিশুরা সরে যাচ্ছে খেলা আর বন্ধুত্বের রঙিন জগত থেকে অনেক দূরে। তাদের সোনালি শৈশব ফিরিয়ে দেয়ার উদ্দেশে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের উদ্যোগে ‘সুপারমম বেবি অলিম্পিয়াড’। মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে ছিল ক্রলিং, ওয়াকার রেসিং, রানিং, ট্রাই-সাইক্লিং এবং ফুটবলের মতো দারুণ মজার সব প্রতিযোগিতা। এগুলোতে অংশ নিয়েছে পাঁচ বছর বয়সের কম সব আদুুরে বাবুরা। এছাড়াও অনুষ্ঠানে ছিল উপভোগ্য নাচ ও সাংস্কৃতিক প্রোগ্রাম এবং মোটা পাতলু, সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি মিকরির মতো বাচ্চাদের প্রিয় কার্টুন ক্যারেক্টারদের সাথে দেখা করার সুযোগ। প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতে ইহান, দ্বিতীয় স্থান মারসাদ আর তৃতীয় স্থান পেয়েছে আদিফা। ওয়াকার রেসিংয়ে বিজয়ী হয়েছে ছোট্ট রেসার জারিফ, রানার্সআপ হয়েছে ইয়াফি এবং তৃতীয় স্থান পেয়েছে জাইয়ান। রানিংয়ে প্রথম স্থান সামারা, দ্বিতীয় স্থান আরিয়া, তৃতীয় স্থানের অধিকারী হয়েছে সোহা। ফুটবলে দারুণ গোল দিয়ে গোল্ড মেডাল জিতেছে রিদি, রানার্সআপ হয়েছে জেসনিয়া আর তৃতীয় স্থান অধিকার করেছে আয়ান। ট্রাই-সাইক্লিং প্রতিযোগিতা শেষ হয়েছে টানটান উত্তেজনায় এবং সেই রেসে বিজয়ী হয়েছে ফারহানা আহমেদ, দ্বিতীয় স্থান ইশফাক আর তৃতীয় স্থান পেয়েছে উনাইসা। এছাড়াও যে শিশুরা অংশগ্রহণ করে খেলায় তারা প্রত্যেকে পেয়েছে বিশেষ সার্টিফিকেট।
×