ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ত্বকীর খুনীদের প্রকৃতিগতভাবে বিচার অবশ্যই হবে ॥ আইভী

প্রকাশিত: ০৮:১৬, ৪ মার্চ ২০১৭

ত্বকীর খুনীদের  প্রকৃতিগতভাবে  বিচার অবশ্যই  হবে ॥ আইভী

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ মার্চ ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে যারা নৃশংসভাবে খুন করেছে তাদের প্রশাসনিকভাবে আইনের আওতায় আনা না গেলেও প্রকৃতিগতভাবে তাদের বিচার অবশ্যই হবে। মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই এ ভয়ঙ্কর খুনীদের রেহাই দেবে না। তিনি বলেন, সাত খুনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক রায় সারাবিশ্বে বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ত্বকী হত্যার বিচার একদিন না একদিন হবেই। ত্বকীকে যারা খুন করেছে তারা এখন অনেকটাই ভীত। এক ত্বকীর বিনিময়ে নারায়ণগঞ্জের মানুষ খুনীদের বিরুদ্ধে জেগে উঠেছে। ত্বকীর খুনীরা এখন কাউকে খুন করার আগে ১০ বার চিন্তা করে। নারায়ণগঞ্জের মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে। তারা অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। নারায়ণগঞ্জের মানুষ ত্বকীকে যেমন চেনে, তেমন ত্বকীর খুনীদেরও চেনে। ত্বকী হত্যার পাশাপাশি ছাত্রলীগ নেতা মিঠু, নাট্যকার চঞ্চল, ব্যবসায়ী আশিক, ভুলু সাহা হত্যার বিচার দাবি জানান তিনি। মেয়র নারায়ণগঞ্জের মায়েদের উদ্দেশে বলেন, একজন নারী সন্তান জন্ম ও লালন-পালনের মতো কঠিন কাজ করেন। সেই মায়েরা যেন তাদের সন্তানদের ত্বকীর খুনীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার সাহস যোগান। নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার চতুর্থ বার্ষিকী স্মরণে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ তিন দিনব্যাপী কর্মসূচীর প্রথম দিনে শুক্রবার বিকেলে নগরীর দেওভোগের নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ক্যাম্পাসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী এসব কথা বলেন।
×