ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাপ দিয়ে যাবে জানা

প্রকাশিত: ০৬:০৯, ৪ মার্চ ২০১৭

এ্যাপ দিয়ে যাবে জানা

ফ্রাউনহফার কোম্পানির একটি নতুন এ্যাপ উদ্ভাবিত হয়েছে যা বস্তুর সরাসরি ভেতরের দিকে তাকিয়ে এর সুনির্দিষ্ট গঠন উপাদান জানিয়ে দেয়। এ্যাপটির নানাবিধ ব্যবহার আছে যেমন আপেলের গায়ে কীটনাশকের কোন অবশেষ রয়ে গেছে কিনা তা আতিপাতি করে খুঁজে নির্ণয় করা যাবে। পরবর্তীকালে উইকিপিডিয়ার সূত্র অনুযায়ী এর আরও অনেক প্রয়োগ যোগ করা যেতে পারে। একটা আপেলের গায়ে লেবেল এঁটে দেয়া আছে ‘অরগানিক’ ক্রেতা জানেন না ওতে সত্যিই কোন কীটনাশক স্প্রে করা হয়েছিল কিনা। অথবা বিক্রির জন্য রাখা কোন গাড়ির কথাই ধরা যাক। বিক্রেতার কথা বিশ্বাস করতে হলে বলতে হয় ওই গাড়িটি কখনও দুর্ঘটনাকবলিত হয়নি। সত্যি হয়েছে কিনা তা ভিন্ন কথা। এমনি অযাচাইকৃত নানা তথ্য আছে যা অনেক পরিস্থিতিতে মেনে নিতে হয়। কিন্তু জার্মানির ম্যাগডেবার্গের ফ্রাউনহফার ইনস্টিটিউট ফর ফ্যাক্টরি অপারেশন এ্যান্ড অটোমেশনের তৈরি ‘হকস্পেক্স মোবাইল’ এ্যাপটি ভবিষ্যতে ক্রেতাদের এসব ত্য যাচাইয়ে সক্ষম করে তুলবে। শুধু যে কাজগুলো করতে হবে তা হচ্ছে স্মার্টফোনটি বের করে নিয়ে এ্যাপটি খুলবেন। তারপর যে জিনিসটা স্ক্যান বা পরীক্ষা করতে হবে সেটির যেমন ধরুন আপেলের দিকে তাগ করতে হবে। আর তাহলেই আপনি কাক্সিক্ষত তথ্যটি পেয়ে যাবেন যেমন ধরুন আপেলের গায়ে কীটনাশকের কোন অবশেষে লেগে আছে কিনা। এ ধরনের পরীক্ষা করার ব্যবস্থা অবশ্য আগে থেকেই আছে তবে কথা হচ্ছে ব্যবহারকারীদের সাধারণত ইন্টিগ্রেটেড ক্যামেরার সামনে বাড়তি কিছু অংশ যেমন প্রিজম বসাতে হয়। ব্যাপারটা ব্যয়বহুল ও ব্যবহারিকসম্মত নয়। ফ্রাউনহফারের বিশেষজ্ঞ দলের প্রধান অধ্যাপক ইউডো সেইফার্ট বলেন, ‘আমাদের এ্যাপের বিশেষত্ব হলো এই যে ব্যবহারকারীদের স্ক্যান করার জন্য কোন কিছুই প্রয়োজন হচ্ছে না। যে ক্যামেরার দরকার হচ্ছে তা ইতোমধ্যে স্মার্টফোনে সংযোজিত আছে। সেই ক্যামেরা আমাদের ব্রডব্যান্ড তিন চ্যানেলের সে সব যোগায়। একটি চ্যানেলের দ্বারা প্রতিটি ওয়েবলেনথ্ পরীক্ষা করা হয় এবং বিভিন্ন রঙের আলোয় একটি বস্তুকে আলোকিত করা হয়। তার অর্থ হলো ক্যামেরা ভিন্ন ভিন্ন রঙে আলোর তীব্রতা পরিমাপ করার পরিবর্তে এর ডিসপ্লে এক সেকেন্ডের অতি সামান্য অংশের জন্য বিভিন্ন রঙে বস্তুটিকে আলোকিত করে তোলে। এভাবে ক্যামেরার ডিসপ্লে যদি বস্তুটির ওপর শুধু লাল আলো ফেলে তাহলে সেই বস্তু কেবলমাত্র লাল আলো প্রতিফলিত করে এবং ক্যামেরা তখন কেবলমাত্র লাল আলোই পরিমাপ করতে পারে। এলগোরিদমগুলো বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্লেষণের ফলে এ্যাপের পক্ষে একটা স্মার্টফোনের সীমিত কম্পিউটিং কাজ এবং সেই সঙ্গে ক্যামেরা ও ডিসপ্লের সীমিত কাজ পরিপূরণ করে দেয়া সম্ভব হয়ে ওঠে। এ্যাপটির প্রথম ল্যাবরেটরি সংস্কারণ সম্পন্ন হয়েছে এটি ব্যবহারারীদের কাছে ছাড়বার আগে প্রকৌশলীরা নানা ধরনের প্রাথমিক প্রয়োগের ক্ষেত্রে উদ্ভাবন করছেন। সূত্র : সায়েন্স ডেইলি
×