ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৫:৪৫, ৪ মার্চ ২০১৭

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩ মার্চ ॥ পরিবারের অভাব-অনটন দূর করতে নিজ এলাকার স’মিলের কাজ ছেড়ে সৌদি আরব যান লক্ষ্মীপুরের রায়পুরের চরমোহনার দরিদ্র শ্রমিক আবুল খায়ের (৩৩)। কিন্তু সেখানে শ্বশুরের বাসায় যাওয়ার আগেই বুধবার রাতে সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তার সকল স্বপ্ন। স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর সংবাদ জানার পরই পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। আবুল খায়ের সৌদি আরব বিমানবন্দর থেকে ট্যাক্সিযোগে বাসায় যাওয়ার পথে বুধবার রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা যান। একই রাতে সৌদি আরবের হাইল প্রদেশে তাবুক রোডের দিলহান নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন বাংলাদেশী নিহত হন। আবুল খায়ের চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ রায়পুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অপর নিহত দুলালের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। নিহত আবুল খায়েরের স্ত্রী ফাতেমা আক্তার রুপা বলেন, অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে তাকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু ভাগ্য খুলল না। আমার মেয়েকে এখন কে দেখবে? আমি স্বামীর লাশ সৌদি আরব থেকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই।
×