ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মালিতে জাতিসংঘ মিশনের কমান্ডার নিয়োগ

প্রকাশিত: ০৪:১৭, ৪ মার্চ ২০১৭

মালিতে জাতিসংঘ মিশনের কমান্ডার নিয়োগ

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের কমান্ডার হিসেবে বেলজিয়ামের মেজর জেনারেল জিয়ান-পল ডেকোনিনকে নিয়োগ দেয়া হয়েছে। এটি হচ্ছে জাতিসংঘের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন। জাতিসংঘ বৃহস্পতিবার এ নিয়োগের কথা জানায়। খবর এএফপির। ডেকোনিন ডেনমার্কের মেজর জেনারেল মাইকেল ললেসগার্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন। উল্লেখ্য, ললেসগার্ড এক বছর ধরে বাহিনী কমান্ডারের দায়িত্ব পালন করেন। দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের এক হাজার ৩শ’ সৈন্য রয়েছে। তারা সেখানে বার বার হামলার শিকার হচ্ছে। ২০১৩ সালে এ মিশন গঠন করা হয়। এর পর থেকে বিভিন্ন হামলায় শতাধিক শান্তিরক্ষী নিহত হয়।
×