ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৯:১১, ৩ মার্চ ২০১৭

মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে মায়ের সঙ্গে অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এদিকে উত্তরায় একটি ফ্ল্যাট থেকে ৮শ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কামরাঙ্গীরচরে মায়ের সঙ্গে অভিমান করে বিষপান করে লামিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত লামিয়া স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। কামরাঙ্গীর কলেজ রোড এলাকায় সপরিবারে থাকত। নিহতের বাবা মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মেয়ে লামিয়া তার মা রিনা আক্তারের সঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার সময় গায়ে পাতলা জামা পরে। এ সময় মা জামা পরিবর্তন করতে লামিয়াকে গালাগাল করেন। এরপর সে অভিমান করে ঘরে থাকা ছারপোকা মারার ওষুধ খেয়ে ফেলে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনা দু’জন নিহত ॥ রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি বাস টার্মিনালের সামনে রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই পথচারী। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একইদিন দুপুরে রাজধানীর পল্লবীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নাসির (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কালশী রোডে রাস্তা পার হচ্ছিলেন নাসির নামে ওই ব্যক্তি। এ সময় বেপরোয়া গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট থেকে ৮শত বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, আনোয়ার (৩০) ও শরিফুল (২৫)।
×