ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৩৮, ৩ মার্চ ২০১৭

উবাচ

হয় না বয়স স্টাফ রিপোর্টার ॥ পুরুষ মানুষের কোন বয়স হয় না। আর সেই পুরুষটি যদি হয় এরশাদ তবে তো কথাই নেই। এ কথাটি আসলে দুই ভাবেই ব্যাখ্যা করা যায়। ইতিবাচক দিকে চিন্তা করলে মনেই হতে পারে সত্যিই তো এই এত বয়সে একজন সিনিয়র সিটিজেনের অবস্থা কি হয়! তিনি হয় তো একেবারে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বিদায়ের প্রহর গোনেন। আশপাশের চেনা জানা মানুষের সঙ্গে দেখা হলে বিদায় নেন, পরপারে গিয়ে ভাল থাকার জন্য প্রত্যাশা করতে বলেন। পাছে আর যদি দেখা না হয়? সেখানে এইচএম এরশাদ আবারও ক্ষমতায় আসার বাসনা মনের গহীনে পুষেই রাখেননি বরং কথায় কথায় বলছেন আমার হাতকে শক্তিশালী কর। হাত শক্তিশালী হলে আমি নিশ্চয়ই আবার ক্ষমতায় চলে আসব। যদি তার কাছে জানতে চাওয়া হয় আর কি আছে বাকি আর কী চাই? উনি নিশ্চয়ই বলবেন আবার ওই চেয়ারে বসতে চাই। যাদুর চেয়ার নয় ক্ষমতার চেয়ার চাই তার। এই হচ্ছে মনোবল। এর নাম এরশাদীয় মনবল। আর যদি কেউ নেতিবাচক দিক থেকে চিন্তা করেন তাহলে তারাও ভাবতে পারেন বাবা তাকে নিয়ে এত গল্প, এত গল্প যে কুখ্যাত ডাকাত এরশাদ শিকদারকে নিয়েও এত গল্প শোনা যায় না। সেই নয় বছরের রঙ্গিন গল্পগুলো এখন পত্রিকাগুলো অনুসন্ধান শুরু করলে হুলুস্থুল পড়ে যাবে। এরশাদের আসলেই যে বয়স হয়নি সে কথা তিনি নিজেই সম্প্রতি জানিয়ে দিয়েছেন। বলেছেন পুরুষ মানুষের বয়স হয় না, মনোবলটাই আসল। সবাই আমাকে উদ্দেশ্যে করে বলে আমার নাকি বয়স হয়েছে। বয়স আবার কী, এটা সবার জানা দরকার যে, পুরুষ মানুষের বয়স হয় না। প্রতিবন্ধী সন্তান স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের পাটের অতীতটি সোনালি। এখনকার মতো রং চটা নয়। বছরের পর বছর পাটকে অবহেলা করতে করতে সরকার রাষ্ট্র সেই সোনালি আঁশের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী সন্তান আখ্যা দিচ্ছে। বিষয়টি দুঃখের। এই দুঃখে কি কষ্ট পান না পাট আর বস্ত্রের প্রতিমন্ত্রী? নাকি তার কোন দায় নেই। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মাঝে মাঝেই বলেন, বিশ্ব ব্যাংকের পরামর্শে আমাদের এখানে পাটকল বন্ধ হয়েছে আর সীমান্তের ওপারে একের পর এক পাটকল গড়ে উঠেছে। সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) রাষ্ট্রের প্রতিবন্ধী সন্তান। এই সংবাদ সম্মেলনে বসেই পাট দিবসের কর্মসূচী ঘোষণা করেন। প্রতিমন্ত্রী বলেন, বিজেএমসি রাষ্ট্রের একটি প্রতিবন্ধী সন্তান। সে কারণেই এর প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে। রাষ্ট্রের অন্য সরকারী অনেক প্রতিষ্ঠান মুনাফা করছে। সেক্ষেত্রে বিজেএমসির এ লোকসান বিশেষ দৃষ্টিতে দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিবারে একজন প্রতিবন্ধী সন্তানের প্রতি যেমন বিশেষ দৃষ্টি থাকে রাষ্ট্ররও একইভাবে বিজেএমসিকে একই দৃষ্টিতে দেখে। সেভাবেই এ প্রতিষ্ঠানকে প্রতিপালন করছে।’ কিন্তু পরিবারের প্রতিবন্ধী সন্তান আর ব্যবসা কী এক বিষয়? ব্যবসায়িক প্রতিযোগিতায় না টিকতে পারলে প্রতিবন্ধী সন্তানত এক সময় মারা যাবে। এমন বক্তব্যে এই ধুঁকতে থাকা প্রতিবন্ধী সন্তানকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টার সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠে। স্বেচ্ছা অবসর! স্টাফ রিপোর্টার ॥ শাজাহান খান। তাকে কি বলবেন মন্ত্রী না নাটের গুরু। যা ইচ্ছা, বলতে পারেন। ফেসবুকে তো রীতিমতো বিপ্লব চলছে, ঝড় উঠেছে। কোন কোন ক্ষেত্রে সমালোচনা সুশীল মাত্রা অতিক্রম করছে। করবে নাই বা কেন? তারেক মাসুদ ও মিশুক মনীরের আগে কোন বিশেষণ দরকার হয় না। এমন দুজন মানুষকে খুন করল একজন বেপরোয়া বাসচালাক। আদালত দৃষ্টান্ত স্থাপন করল, ধর্মঘট ডেকে দিল চালকরা। মন্ত্রী বাহবা দেন। সাধারণত কেউ কাউকে খুন করলে তার বিচার হয় কিন্তু এক্সিডেন্টের নামে দিনের পর দিন এভাবে মানুষ খুন করার কোন বিচার করা যাবে না এ কেমন আবদার। এরপর সাভারে ট্রাকচালক স্পষ্ট তো যে একজনকে খুন করেছিল বলে আদালতে প্রমাণ হয়েছে। তার বিচারও করা যাবে না। তাহলে এই শ্রমিক সংগঠনের নেতা কি খুনীদের বাঁচিয়ে যাবেন দিনের পর দিন। অনেকে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চেয়েছেন পুলিশের রেকার পুড়িয়ে দেয়া আর পুলিশ বক্সে আগুন দেয়ার অপরাধে মামলা হলে সেই মামলায় সংগঠনের নেতারা কেন বাইরে থাকবেন। তিনি দুঃখ প্রকাশের আগে ধর্মঘটকে ‘স্বেচ্ছা অবসর’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। এমনকী ধর্মঘটে যাওয়া চালকদের পক্ষে সাফাইও গেয়েছেন তিনি। এই সমস্যা সমাধানে সময় লাগবে উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী বলেছিলেন, বাসচালকরা তার কোন নির্দেশনা মানতে চাইছেন না। তবে তারই নির্দেশে তারা স্বেচ্ছা অবসর ভেঙ্গে রাস্তায় কি করে নামলেন?
×