ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌকা-ধানের শীষ লড়াই

প্রকাশিত: ০৩:৪৭, ৩ মার্চ ২০১৭

নৌকা-ধানের শীষ লড়াই

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের প্রচারে জমে উঠেছে জেলার গৌরনদী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচন। নির্বাচনী প্রতীক নৌকা ও ধানের শীষের লড়াইয়ে এখন নির্বাচনী জ্বরে কাঁপছে গোটা উপজেলা। আগামী ৬ মার্চ এ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। বৃহস্পতিবার সকালে উপজেলার খাঞ্জাপুর দুপুরে চাঁদশী ও বিকেলে বার্থী ইউনিয়নে ব্যাপক জনসংযোগ করেছে বিএনপি চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি মনজুর হোসেন মিলন। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গৌরনদী বন্দরে পৌর বিএনপির সভাপতি এসএস মনির-উজ-জামান মনিরের সভাপতিত্বে পৌর বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অপরদিকে নৌকা মার্কার প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরীসহ তার সমর্থনে মুক্তিযোদ্ধা আলী আকবর মোল্লার নেতৃত্বে ব্যাপক জনসংযোগ করেছেন শতাধিক মুক্তিযোদ্ধা। বুধবার বিকেলে নৌকার সমর্থনে চাঁদশী ইউনিয়নে অনুষ্ঠিত হয় নির্বাচনী উঠান বৈঠক। বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান। বক্তারা আগামী ৬ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। বানারীপাড়ায় বিএনপির একাংশের ধানের শীষের নির্বাচন বর্জন ॥ বানারীপাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচন বর্জনের ঘোষণা করেছেন দ্বিধাবিভক্ত বিএনপির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের নেতৃত্বে বিএনপির বৃহৎ অংশের নেতাকর্মীরা বন্দর বাজারে বিএনপির কার্যালয়ে সভা করে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল হাসান বালী। বক্তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় উপনির্বাচন বর্জনের ঘোষণা করেন। সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান চোকদার, বিএনপি নেতা এমএ সালেক হাওলাদার, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুব ফকিরসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
×