ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শর্ত পূরণ হলে ন্যুক্যাম্পে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক, মেসিনির্ভর দল বার্সিলোনা

শেষ পর্যন্ত চীনেই যাচ্ছেন মেসি!

প্রকাশিত: ০৫:৩১, ২ মার্চ ২০১৭

শেষ পর্যন্ত চীনেই যাচ্ছেন মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসি বার্সিলোনার সেরা তারকা। সবাই একবাক্যে স্বীকার করেন বিষয়টি। কাতালানদের কোচ লুইস এনরিকেও তেমন মনে করেন। তার মতে, মেসিকে ছাড়া বার্সা ভাবাই যায় না। এদিকে আরেক খবরে জানা গেছে, মেসি বার্সায় থাকবেন তবে এজন্য তিনটি শর্ত মানতে হবে স্প্যানিশ পরাশক্তিদের। তা না হলে তিনি পাড়ি জমাবেন চাইনিজ সুপার লীগে। অনেকদিন ধরেই মেসির বার্সা ছাড়া নিয়ে গুঞ্জন চলছে। চুক্তি নবায়ন না হওয়াতে গুঞ্জনের ভিত্তিও আছে। এ কারণে চমক দেখানো চাইনিজ ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে মুখিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ককে দলে ভেড়াতে। শুধু তাই নয়, ইংলিশ প্রিমিয়ার লীগেও যেতে পারেন এমন গুঞ্জন অনেকদিনের। মেসির সাবেক কোচ পেপ গার্ডিওলা এখন ম্যানচেস্টার সিটির বস। গার্ডিওলা নাকি অনেকদিন ধরেই চাচ্ছেন মেসি ইতিহাদে আসুক। এমন অবস্থায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, ন্যুক্যাম্পে থাকার জন্য বার্সিলোনা ম্যানেজমেন্টকে তিনটি শর্ত বেঁধে দিয়েছেন রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা ফুটবলার। স্প্যানিশ লা লিগায় সর্বশেষ ম্যাচে এ্যাটলেটিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে বার্সিলোনা। ম্যাচে জয়সূচক গোল করেন মেসি। ম্যাচটি জিতে শিরোপা রেসে দারুণভাবে ফিরে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। চলমান মৌসুমে ৩৫ ম্যাচে ৩৫ গোল হয়ে গেছে মেসির। তবুও মেসির বার্সিলোনায় থাকা নিয়ে শঙ্কা আছে। স্পেনের ক্রীড়া সাংবাদিক এডুয়ার্ডো ইন্ডা জানিয়েছেন, মেসি চীনে উড়ে যাওয়ার জন্য এক প্রকার মনস্থির করে ফেলেছেন। ২০১৮ সালে চুক্তির মেয়াদ শেষে ফ্রি-ট্রান্সফারে বার্ষিক ৮৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দূরপ্রাচ্যে পাড়ি দিতে পারেন ফুটবলের ক্ষুদে জাদুকর। এমন অবস্থায় মেসিকে দলে রাখতে হলে বার্সাকে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমটি- কোচ লুইস এনরিকেকে বিদায় করে জর্জ সাম্পাওলিকে হিসবে দিতে হবে। দ্বিতীয়Ñ আন্দ্রে গোমেজ ও পাকো আলকাসেরসহ নতুন কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করে দক্ষ কিছু খেলোয়াড় দলে ভেড়ান। তিন নম্বরÑ নিজের বার্ষিক বেতন বাড়ান। এসব শর্তের খবর এখন বাতাসে ভাসছে। তবে কতটুকু সত্য সে বিষয়ে এখনও পরিষ্কার না। এমন অবস্থায় মেসিকে ঠিকই প্রশংসায় ভাসিয়েছেন বার্সা বস এনরিকে। তিনি নির্দ্ধিধায় স্বীকার করে নিয়েছেন, বার্সিলোনা অনেকাংশেই মেসির ওপর নির্ভর করে। যদি বলা হয় দল মেসির ওপর নির্ভর করে না তাহলে সেটাই বরং হাস্যকর শোনাবে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করে ফেলেছেন মেসি। এরমধ্যে লা লিগায় সর্বোচ্চ ২০ গোল। দলে এমন একজন থাকলে তার ওপর কেন নির্ভর করা যাবে না সেটাই বুঝতে পারছেন না এনরিকে। বার্সা বস বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়ের ওপর আমরা নির্ভর করি না- এটা চিন্তা করাটাই হাস্যকর হবে। আশাকরি আমরা আরও অনেক বছর তার (মেসি) ওপর নির্ভর করতে পারব। তিনি আরও বলেন, আমি এখনও তাকে একজন ফরোয়ার্ডের চেয়ে বেশি কিছু বিবেচনা করি। আমাদের সাহায্য করতে কখনও কখনও সে বেশি সময় মাঝমাঠে কাটায়। তবে আমার মনে হয় না এটা কোন ব্যাপার যে, সে মাঝমাঠে নাকি সামনে বেশি সময় খেলল। মূল বিষয় হলো তার ফর্ম। বুধবার রাতে লা লিগায় স্পোটিং গিজনের বিরুদ্ধে খেলেছে বার্সা। পরের রাউন্ডে আগামী শনিবার সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলবে বর্তমান চ্যাম্পিনরা। এর চারদিন পর চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির বিরুদ্ধে বাঁচা-মরার লড়াই কাতালানদের। কম সময়ের ব্যবধানে তিনটি ম্যাচ থাকায় গত রাতে মূল তারকা মেসি, নেইমার, সুয়ারেজকে বিশ্রামে রাখতে পারেন কোচ এনরিকে।
×