ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়ে ২১ ব্যক্তির বিবৃতি

প্রকাশিত: ০৪:৪৯, ২ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়ে ২১ ব্যক্তির বিবৃতি

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১ মার্চ ॥ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারে প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়ে দেশের ২১ বিশিষ্ট ব্যক্তি বিবৃতি প্রদান করেছেন। বুধবার দুপুরে দেশের বিশিষ্ট ব্যক্তিরা এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তারা উল্লেখ করেন, মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয় ২০১৩ সালের ৬ মার্চ। এ হত্যাকা-ের চার বছরেও মামলার অভিযোগপত্র না দেয়ায় আমরা ব্যথিত ও ক্ষুব্ধ। সংবাদমাধ্যমে আমরা জেনেছি এ হত্যার সঙ্গে জড়িত একাধিক ঘাতক ১৬৪ ধারায় জবানবন্দীর মাধ্যমে হত্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছে। তিন বছর আগে তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হত্যার বিস্তারিত বিবরণ দিয়ে সংবাদকর্মীদের খসড়া অভিযোগপত্র প্রদান করেছে। কিন্তু সে অভিযোগপত্র আদালতে পেশ করা হয়নি। আমরা দ্রুত অভিযোগপত্র প্রদানের জন্য ও এ নির্মম হত্যাকা-ের সুষ্ঠু বিচার সম্পন্ন করার জন্য প্রজাতন্ত্রের নির্বাহী প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে নির্দেশ প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। এদিকে ত্বকী হত্যার চার বছর উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচীর আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কর্মসূচী হলো- ৩ মার্চ বিকেল তিনটায় নারায়ণগঞ্জ চারুকলা ইন্স্টিটিউটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অতিথি থাকবেন সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী ও নাট্যজন মামুনুর রশীদ।
×