ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পর্যটকবাহী ভ্রমণতরী ‘সিলভার ডিসকভারার’ বাংলাদেশে আগমন

প্রকাশিত: ০৪:০০, ১ মার্চ ২০১৭

পর্যটকবাহী ভ্রমণতরী ‘সিলভার ডিসকভারার’ বাংলাদেশে আগমন

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পর্যটকবাহী বিলাসবহুল ভ্রমণতরী ‘সিলভার ডিসকভারার’ প্রথমবারের মতো বাংলাদেশ ভ্রমণ করছে। এটি গত ২৪ ফেব্রুয়ারি কলকাতার উদ্দেশে কক্সবাজার ছেড়েছে। আন্তর্জাতিক ওশান ক্রুজের সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে এ জাহাজটি বাংলাদআেসে। ফিরতি পথে ক্রুজশিপটি ১০টি দেশের মোট ৬৭ জন বিদেশী পর্যটক নিয়ে আজ বুধবার সুন্দরবনের হিরণ পয়েন্টে নোঙর করবে। ওই গ্রুপের পর্যটকেরা ৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ ভ্রমণ করবেন। এরপর পর্যটকবাহী জাহাজাটি মিয়ানমারের ইয়াঙ্গুন হয়ে থাইল্যান্ডের ফুকেটের উদ্দেশে যাত্রা করবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মকেক্ষে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানান। পর্যটন মন্ত্রী বলেন-ক্রুজ শিপটির প্রথম গ্রুপ গত ১১ ফেব্রুয়ারি কলম্বো থেকে যাত্রা শুরু করে আন্দামানের বিভিন্ন দ্বীপপুঞ্জ ঘুরে ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের কক্সবাজার জেলার সোনাদিয়ায় নোঙর করে। এরপর বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সেটি ২৪ ফেব্রুয়ারি কলকাতার উদ্দেশে বাংলাদেশ ছেড়েছে। প্রথম গ্রুপটিতে ১৩টি দেশের ৯৫ জন পর্যটক ছিলেন। ফিরতি পথে ক্রুজশিপটির দ্বিতীয় গ্রুপে নতুন করে ১০টি দেশের মোট ৬৭ জন বিদেশী পর্যটক নিয়ে ১ মার্চ সুন্দরবনের হিরণ পয়েন্টে নোঙর করবে। ওই গ্রুপের পর্যটকেরা ৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ ভ্রমণ করবেন। ভ্রমণ পথে মিয়ানমারের ইয়াঙ্গুন হয়ে থাইল্যান্ডের ফুকেটের উদ্দেশে যাত্রা শেষ করবে। রাশেদ খান মেনন বলেন, এর মাধ্যমে বাংলাদেশে পর্যটনশিল্প আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ার নতুন দ্বার উন্মোচনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। বেসরকারী অপারেটরদের পক্ষ থেকে ভবিষ্যতে আরও এ ধরনের বেশি বেশি উদ্যোগ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।
×