ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কমলা যুদ্ধ

প্রকাশিত: ০৩:২৭, ১ মার্চ ২০১৭

কমলা যুদ্ধ

ইতালির উত্তরাঞ্চলীয় ইভরেয়া শহরে দেড় শ’ বছর ধরে ‘কমলা যুদ্ধ’ উৎসব হচ্ছে, যার মধ্য দিয়ে শতাব্দীরও আগে রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহের দৃশ্য ফুটে ওঠে। এ উৎসবে শহরের বাসিন্দারা কোন ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই রাস্তায় হেঁটে বেড়ায়। রক্ষীর বেশে থাকা লোকজনের ওপর কমলা ছুড়ে মারে আর ট্রলি বাসে চড়া ঘোড়ার মুখোশে থাকা এ রক্ষীরাও কমলা ছুড়ে পাল্টা জবাব দেয়। -ডেইলি মেইটল দৈনিক এক কোটি ঘণ্টা... ইউটিউব সোমবার জানিয়েছে, তাদের সাইট থেকে প্রতিদিন ১শ’ কোটি ঘণ্টা ভিডিও মানুষ দেখছে। গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং সাইট একে তাদের জন্য একটি বড় ‘মাইলফলক’ বলে অভিহিত করেছে। এর দৃষ্টিকোণ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ইউটিউব ভাইস প্রেসিডেন্ট ক্রিসটোস গুডরো অনলাইন পোস্টে তদের কৃতিত্বের ঘোষণার কথা বলেছেন। তিনি বলেন, যদি তুমি ইউটিউবের ভিডিও এক কোটি ঘণ্টা বসে দেখ, তাহলে তোমার এক লাখ বছর লাগবে। -এএফপি
×