ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সামিউল জীবন

প্রকাশিত: ০৫:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সামিউল জীবন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চে সাম্প্রতিক সময়ের অন্যতম মেধাবী অভিনেতা সামিউল জীবন। মহাকাল নাট্যসম্প্রদায়ের হয়ে একাধিক নাটকে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার জানান দিয়েছেন। এই নাট্যদলের আলোচিত প্রযোজনা ‘প্রমিথিউস’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এছাড়া ‘শিখন্ডি কথা’ ‘নিশিমন বিসর্জন’, ‘নীলাখ্যান’, ‘শিবানী সুন্দরী’ নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত ‘ওথেলো’ নাটকের ইয়েগো চরিত্রসহ এছাড়াও একক ও ধারাবাহিক টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন জীবন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘চক্র’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন সামিউল জীবন। এই চলচ্চিত্রের আজমল চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন মুস্তাফিজ। জীবন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন-মামুন আব্দুল্লাহ, ইকবাল চৌধুরী, শারমীন সুমী, শামসুন নাহার রোজী, জাহিদুল হকসহ অনেকে। সম্প্রতি নগরীর গাজীপুরের পুবাইল, তেজগাঁও রেল স্টেশন, রমনা, সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রের শূটিং হয়েছে। বর্তমানে চলচ্চিত্র সম্পাদনার টেবিলে রয়েছে। খুব শীঘ্রই চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা সুমন। সমকালীন বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। মানুষের লোভ কাজে লাগিয়ে হতাশাগ্রস্তদের নিয়ে প্রতারণার ফাঁদে ফেলার গল্পই দেখা যাবে এতে। ‘চক্র’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে সামিউল জীবন বলেন, এই চলচ্চিত্রের গল্পে আমি ছাড়াও হতাশাগ্রস্ত এক তরুণের চরিত্র রয়েছে। এটিও গুরুত্বপূর্ণ একটি চরিত্র। শূটিংয়ের সময় চেষ্টা করেছি ভাল কিছু করার। বাকিটা দর্শক বলবেন। দর্শকদের ভাল লাগলেই আমার শ্রম সার্থক হবে।
×