ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নাগেশ্বরী-ভিতরবন্দ সড়ক বেহাল

প্রকাশিত: ০৫:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

নাগেশ্বরী-ভিতরবন্দ সড়ক বেহাল

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী উপজেলার কুড়িগ্রাম-নাগেশ্বরী আন্তঃজেলা সড়কের ব্যাপারীর হাট থেকে ভিতরবন্দ গ্রোথসেন্টার পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় তা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বটতলা থেকে ভিতরবন্দ বাজার পর্যন্ত এক কিলোমিটার সড়ক এত বেশি খানাখন্দ সৃষ্টি হয়েছে যে পায়ে হেঁটে যাওয়াও দুস্কর। ফলে নুনখাওয়া, ভিতরবন্দ, কালীগঞ্জ ও নারায়ণপুর ইউনিয়নসমূহের হাজার হাজার মানুষ ওই রাস্তাটি দিয়ে চলাচল করায় প্রতিদিন ঘটছে ছোটবড় দুর্ঘটনা। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে নাগেশ্বরী উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ। রাস্তা সংলগ্ন সুকানদিঘি বাজারের মুদিব্যবসায়ী অলিলুর রহমান ও আব্দুল ছালাম জানান, গত ১০ বছর ধরে মেরামত না করায় পুরো রাস্তাটির উপরের পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা আজাদ বলেন, রাস্তাটি মেরামতের জন্য উপজেলা পরিষদে প্রস্তাব করা হয়েছে। নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর রাস্তাটির করুন অবস্থার কথা স্বীকার করে বলেন, মেরামতের জন্য প্রধান প্রকৌশলী এলজিইডি ঢাকায় প্রস্তাব পাঠিয়েছি আশা করছি জুনের আগেই রাস্তাটির মেরামত কাজ করতে পারব। শজিমেক ঘটনায় তদন্ত শুরু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রোগীর স্বজনদের সঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের দুর্ব্যবহারের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কমিটি হাসপাতালের পরিচালক, অধ্যক্ষ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, ওই দিনে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে। সাংবাদিক প্রতিনিধিরা ঘটনার বর্ণনা দেয়া ছাড়াও কমিটিকে ওই দিনে সিসিটিভিতে ধারণ করা দৃশ্য দেখার অনুরোধ করেন। তদন্ত কমিটি বগুড়ায় আসার আগে সিরাজগঞ্জে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে। কী কারণে ইন্টার্ন ডাক্তাররা উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি শজিমেক হাসপাতালে ভর্তি হওয়া সিরাজগঞ্জের হৃদরোগে আক্রান্ত রোগী আলাউদ্দিনের স্বজনদের সঙ্গে তুচ্ছ কারণে কয়েকজন ইন্টার্ন ডাক্তার দুর্ব্যবহার করেন। একপর্যায়ে রোগীর স্বজন আব্দুর রউফ সরকারকে ইন্টার্ন ডাক্তাররা বেধড়ক মারপিট করে ও জোর করে কান ধরে উঠবস করায়। পরের দিন রোগী আলাউদ্দিন আলী মারা যান। বিষয়টি নিয়ে তোলাপাড় সৃষ্টি হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টিতে পড়ে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে তিন সদস্যের উচ্চক্ষমতার তদন্ত কমিটি গঠিত হয়।
×