ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সুস্থ হয়ে উঠছে কুড়িয়ে পাওয়া নবজাতক ‘একুশ’

প্রকাশিত: ০৫:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

সুস্থ হয়ে উঠছে কুড়িয়ে পাওয়া  নবজাতক  ‘একুশ’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে উঠছে ড্রেনে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক ‘একুশ।’ মহান একুশের প্রথম প্রহরের কিছু সময় আগে শিশুটিকে উদ্ধার করার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও পথচারীদের প্রচেষ্টায় শিশুটি এখনও বেঁচে রয়েছে। তার নাম দেয়া হয়েছে ‘একুশ।’ হাসপাতালে সন্তান জন্ম দেয়া দুই মা শিশুটিকে দুধ পান করাচ্ছেন। অনেকেই এ নবজাতককে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। চট্টগ্রাম নগরীর কর্ণেলহাট এলাকার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার-সংলগ্ন ড্রেনে গত ২০ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে শিশুটিকে ড্রেনে পাওয়া যায়। এলাকার ক’জন তরুণ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিল। শিশুর কান্না শুনে তারা ছুটে যায়। গিয়ে দেখে ফুটফুটে এক নবজাতক পড়ে আছে। দ্রুত তারা বিষয়টি জানায় আকবর শাহ থানাকে। খবর পেয়ে থানার ওসি আলমগীর মাহমুদ শিশুটিকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে ইনকিউভেটর খালি না থাকায় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সে থেকে শিশুটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে। পুলিশও তাকে পর্যবেক্ষণে রাখছে। এদিকে, পরিচয়হীন নবজাতক এ শিশুকে মায়ের ¯েœহ দিতে এগিয়ে আসেন ক’জন নারী। এর মধ্যে সদ্য সন্তান প্রসব করা দু’জন তাকে দুধ পান করায়। চিকিৎসকদের নির্ধারিত এ দুই নারী হলেনÑ সুচিতা বড়ুয়া ও শিউলি দত্ত। সাংবাদিকদের তারা জানান, মা হয়ে এক শিশুকে দুধ পান করিয়ে সুস্থ করায় ভূমিকা রাখতে পারছি, এটা আনন্দের। এ সুযোগ পাওয়াকে তারা সৌভাগ্য বলে মনে করছেন। আকবর থানার ওসি আলমগীর মাহমুদ জানান, কয়েক তরুণের দেয়া তথ্য অনুযায়ী আমরা গিয়ে শিশুটিকে উদ্ধার করি। ফুটফুটে এ শিশুটি ডাস্টবিনে কাঁদছিল। কে বা কারা ফেলে গেছে তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন জানান, শিশুটির চিকিৎসায় যেন কোন ধরনের ত্রুটি না হয় এ জন্য সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। যথাযথ চিকিৎসায় শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন পরিচয়হীন শিশু একুশকে পেতে অনেকেই ইতোমধ্যে যোগাযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে। এর মধ্যে অস্ট্রেলিয়া এবং লন্ডন প্রবাসী দু’জনও রয়েছেন। তবে এ ব্যাপারে এখনই কোন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে না। শিশুটি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে আদালতের নির্দেশ অনুযায়ী একজন অভিভাবকের হাতে তুলে দেয়া হবে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
×