ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এডিবি কর্মকর্তাকে হত্যার দুই হুমকিদাতা গ্রেফতার

প্রকাশিত: ০৫:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

এডিবি কর্মকর্তাকে হত্যার দুই হুমকিদাতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) জাপানি কর্মকর্তাকে হত্যার হুমকিদাতা দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলোÑ মোঃ হাবিবুল্লাহ (৩২) ও মোঃ এনামুল হক ভুঁইয়া (৩০)। এ সময় তাদের কাছ থেকে হুমকি দেয়ার কাজে ব্যবহৃত মোবাইল সেট ও সিমকার্ড জব্দ করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি গ্রেফতারকৃতরা জামাত-ই-তালিবান সংগঠনের নামে হুমকি দিয়েছিল। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হুমকি দেয়ার কাজে ব্যবহৃত মোবাইল সিম কার্ড ও মোবাইল সেট জব্দ করা হয়। পুলিশ জানায়, তদন্ত শুরু করে সাইবার ক্রাইম টিম। এদিকে গ্রেফতারকৃতরা ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে ম্যাসেজে এডিবির জি পোর্টফোলিও ম্যানেজার ইওসুমোবু তাতেওয়াকিকে জামাত-ই-তালিবানের একটি মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দিয়ে ম্যাসেজ পাঠায়। এ ঘটনায় এডিবি কমকর্তা তাতেওয়াকি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ত্যাগ করেন। থানার অভিযোগ থেকে জানা গেছে, পরবর্তীকালে সাইবার ক্রাইম টিম নিশ্চিত হয় যে, গ্রেফতারকৃত দুইজন ভুয়া আইডি খুলে এ হুমকি দেয়। তাদের রিমান্ডে নিয়ে হত্যার হুমকির কারণ নিশ্চিত হতে চেষ্টা করছে পুলিশ।
×