ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ কামাল ফুটবল

পোচেয়ন-টিসি ড্রতে ঢাকা আবাহনীর বিদায়

প্রকাশিত: ০৫:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

পোচেয়ন-টিসি ড্রতে ঢাকা আবাহনীর বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল আসরে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়ার পোয়েচন সিটিজেন ফুটবল ক্লাব-মালদ্বীপের ট্রাস্ট এ্যান্ড কেয়ার স্পোর্টস ক্লাব (টিসি স্পোর্টস)। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এই ড্রয়ে দুই দলই সেমিফাইনালে উন্নীত হলো। ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো টিসি স্পোর্টস। সমান খেলায় ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হলো পোচেয়ন। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১) সতীর্থ খেলোয়াড়ের পাস থেকে বল নিয়ে বক্সে ঢুকে পোস্ট লক্ষ্য করে ডান পায়ের কৌনিক শটে গোল করে টিসি স্পোর্টসকে এগিয়ে দেন কর্নেলিয়াস (১-০)। ৭৬ মিনিটে পোচেয়নের জেং ইয়ংকে বক্সে ফাউল করেন ইব্রাহিম। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে কজিম্যান শট নিলেও বল ডান পোস্টে লেগে বল ফেরত আসে। ফিরতি বল পাক জাং গোল করে ম্যাচে সমতা আনেন (১-১)। এর আগে দুই ম্যাচ খেলেই প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল মালদ্বীপের ক্লাবটি। অপরদিকে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিতে যেতে নিজেদের এগিয়ে রেখেছিল কোরিয়ান ক্লাবটি। গ্রুপের অন্য দল ঢাকা আবাহনীর সেমিফাইনালে যাওয়ার সুযোগটাও নির্ভর করছিল এই ম্যাচের ফলের ওপর। অবশেষে ম্যাচটি ড্র করায় দ্বিতীয় দল হিসেবে সেমির টিকেট পায় পোচেয়ন। আর কপাল পোড়ে ঢাকা আবাহনীর। ঢাকা আবাহনী ২-১ আলগা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল আসরে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের শেষ খেলায় কিরগিজস্তানের এফসি আলগা বিশকেককে ২-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। জয়ী দলের ওয়ালী ফয়সাল এবং জোনাথন ডেভিড ১টি করে গোল করেন। বিজিত দলের তুরসুনবো ১টি গোল শোধ করেন (পেনাল্টি থেকে)। এই জয়েও লাভ হয়নি আবাহনীর। কারণ সেমিতে যাওয়ার জন্য পর্যাপ্ত পয়েন্ট সংগ্রহ করতে পারেনি (৩ ম্যাচে ৪ পয়েন্ট) তারা। দক্ষিণ কোরিয়ার পোচেয়ন-মালদ্বীপের টিসি স্পোর্টসের ম্যাচটি ১-১ গোলে ড্র হলে দুই দলই সেমিফাইনালে উন্নীত হয়।
×