ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দক্ষিণ সুরমায় ৩ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৫:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

দক্ষিণ সুরমায় ৩ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেটের দক্ষিণ সুরমায় চারলেন সড়কসহ ৩ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার ক্বীন ব্রিজ এলাকায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । সড়কগুলো হলো- ক্বীন ব্রিজ হতে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত ও ক্বীন ব্রীজ হতে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীতকরণ এবং হুমায়ুন রশীদ চত্বর থেকে বান্দরঘাট পর্যন্ত আরসিসি বক্স ড্রেন ও ওয়াকওয়ে কাজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অর্থমন্ত্রী আগামী এক বছরের মধ্যে এই কাজগুলো সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক প্রতিনিধি একে আব্দুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
×