ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে চাঙ্গা হচ্ছে যুবলীগ

প্রকাশিত: ০৫:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

সুনামগঞ্জে চাঙ্গা হচ্ছে যুবলীগ

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ॥ উপজেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে এক এক করে চাঙ্গা হতে শুরু হয়েছে জেলা যুবলীগ। সর্বশেষ বৃহস্পতিবার বিকেল ৫টায় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সর্বপ্রথম কমিটি ঘোষণা করা হয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। সম্মেলনের মধ্যমে কেন্দ্রীয় নেতারদের উপস্থিতিতে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল কমিটি পাওয়ার ১০ মাসের মধ্যে ১১ উপজেলার ৮টি উপজেলায় সফল সম্মেলনের মধ্য দিয়ে কমিটি ঘোষণা করা হয়। এতে একদিকে নেতৃত্বের প্রতিযোগিতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি প্রতিটি উপজেলা সদরে বইছে সাজ-সাজ রব। রঙ্গীন বিলবোর্ড-পোস্টার, ব্যানার ও তোরণে সয়লাব করে দেয়া সাধারণ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে বিভিন্ন দিবসসহ কেন্দ্রীয় কর্মসূচী পালনে নেতাকর্মীদের পৃথক পৃথকভাবে পালন করতে দেখা গেছে। ২০ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে এহসান আহমদ উজ্জ্বলকে সভাপতি ও মাজহারুল ইসলাম উকিলকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এদিকে সোমবার সন্ধ্যায় সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য মুসলিম মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সদর উপজেলা যুবলীগের পাল্টা কমিটি গঠন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান মুহিবকে সভাপতি ও মোঃ ছালেক মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। আগামীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এর আগে খায়রুল হুদা চপলের নেতৃত্বে খালেদ মাহমুদ তালুকদারকে সভাপতি ও সোহেল আহমদকে সাধারণ সম্পাদক করে বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। এদিন রাতেই প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বম্ভরপুরে উপজেলা যুবলীগের পাল্টা কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করা হয় পদ বঞ্চিতদের থেকে। তবে জেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্তরা বলেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে কোন সম্মেলন হয়নি বা কোন ধরনের কমিটি গঠনের সুযোগ নেই। যারা কমিটি গঠনের দাবি করছে তারা জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এসব করা হচ্ছে।
×